বেঙ্গালুরু: বীরেন্দ্র সহবাগকে (Virender Sehwag) টেক্কা দিলেন টিম সাউদি (Tim Southee)। প্রতিবেদনের প্রথম লাইনটা পড়ে অবাক হলেন? হ্যাঁ, অবাক হওয়ারই কথা। কারণ ঠিক যে কারণে নজফগড়ের নবাবকে টপকে গেলেন সাউদি, তা কিন্তু কিছুটা অসম্ভবও মনে হতে পারে। কিন্তু সেটাই সত্যিই। টেস্ট ক্রিকেটে ছক্কা হাঁকানোর তালিকায় প্রাক্তন ভারতীয় ওপেনারকে টেক্কা দিয়ে দিয়েছেন অভিজ্ঞ কিউয়ি পেসার। ভারতের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে ৬৫ রানের ইনিংস খেলেছিলেন সাউদি। আর সেই ইনিংস খেলার পথেই ৪টি ছক্কা হাঁকান তারকা কিউয়ি পেসার। যার সঙ্গে সঙ্গেই সহবাগকে টেক্কা দিলেন সাউদি।


বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অল আউট হয়ে যায় ভারত। সাউদি মাত্র ১ উইকেটই নিয়েছিলেন। কিন্তু ব্যাট হাতে রাচিন রবীন্দ্রর সঙ্গে জুটি বেঁধে গুরুত্বপূর্ণ রান যোগ করেছিলেন অষ্টম উইকেটে কিউয়িদের জন্য। দুজনে মিলে ১৩২ বলে ১৩৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। যা কিউয়িদের প্রথম ইনিংসে ৪০২ রান বোর্ডে তুলতে সাহায্য করে। 


এই ম্য়াচের আগে সাউদির টেস্টে ছক্কার সংখ্যা ছিল ৮৯। অন্য়দিকে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে সহবাগ মোট ৯১টি ছক্কা হাঁকিয়েছিলেন। বেঙ্গালুরু টেস্টে চারটি ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গেই বীরুকে টেক্কা দিয়ে এগিয়ে গেলেন সাউদি। 


এদিকে বেঙ্গালুরু টেস্টের চতুর্থ দিনে সরফরাজ ও পন্থ ১১৩ রানের পার্টনারশিপ গড়ে তুলে সেই চাপ কমিয়ে দিলন অনেকটাই। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টেস্ট শতরান হাঁকালেন সরফরাজ। ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চোট পেলেও ব্যাট হাতে নামলেন পন্থ। মারকাটারি ব্য়াটিংয়ে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগেই ফের বৃষ্টি নামে এদিন। ততক্ষণে ভারত বোর্ডে তুলে নিয়েছে ৩৪৪/৩। মাত্র ১২ রান এগিয়ে রয়েছে কিউয়িরা ভারতের থেকে।


শুক্রবার ১৮ অক্টোবর টেস্টের তৃতীয় দিনে সরফরাজ ৭০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। ১১০ বলে নিজের শতরান পূরণ করেন। নিজের শতরান পূরণ করার পথে ১৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ১৬টি শতরান হাঁকালেন সরফরাজ বেঙ্গালুরুর শতরান নিয়ে। এর আগে ইরানি কাপে অবশিষ্ট একাদশের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে দ্বিশতরান হাঁকিয়েছিলেন। সরফরাজই প্রথম মুম্বই ব্যাটার যিনি ইরানি কাপের মঞ্চে মুম্বইয়ের হয়ে দ্বিশতরান হাঁকিয়েছিলেন। 


আরও পড়ুন: সরফরাজ, পন্থের শতরানের পার্টনারশিপে ম্য়াচে ফিরল ভারত, ফের বৃষ্টির শুরু চিন্নাস্বামীতে