IND vs NZ Live: সরফরাজ, পন্থের শতরানের পার্টনারশিপে ম্য়াচে ফিরল ভারত, ফের বৃষ্টির শুরু চিন্নাস্বামীতে

India vs New Zealand Live Score: আজ ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের চতুর্থ দিন

ABP Ananda Last Updated: 19 Oct 2024 12:55 PM
IND vs NZ Live Score: বৃষ্টি কমছে ধীরে ধীরে

বেঙ্গালুরুতে কমছে বৃষ্টি। দ্রুত খেলা শুরু হবে কি? কত রানের লিড নিয়ে এগোতে পারবে ভারতীয় দল। হাতে এখনও সাত উইকেট রয়েছে।

IND vs NZ Live: ফের শুরু বৃষ্টি

ফের নামল বৃষ্টি। মধ্যাহ্নভোজের বিরতির নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শুরু হল বৃষ্টি। পিচ ঢাকা হল কভারে।

IND vs NZ Live Score: হাফ সেঞ্চুরি পন্থের

৫৫ বলে অর্ধশতরান পূরণ করলেন ঋষভ পন্থ। এই ইনিংস খেলার পথে হাঁকালেন ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা।

IND vs NZ Live: ভারতের স্কোর ৩৩৪/৩

৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ৩৩৪ রান বোর্ডে তুলে নিল ভারত। শতরান করে অপরাজিত সরফরাজের সঙ্গে অর্ধশতরানের পথে এগোচ্ছন পন্থ। 

IND vs NZ Live Score: সেঞ্চুরি সরফরাজের

কেরিয়ারের প্রথম টেস্ট শতরান হাঁকালেন সরফরাজ। 

IND vs NZ Live: শতরানের পথে এগােচ্ছেন সরফরাজ

৫৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৫২ রান বোর্ডে তুলে নিল ভারত। শতরানের পথে এগোচ্ছেন সরফরাজ খান। সঙ্গে আছেন পন্থ।

IND vs NZ Live Score: ব্যাট হাতে নামলেন পন্থ

সরফরাজের সঙ্গে ব্য়াট হাতে নামলেন ঋষভ পন্থ। কত রান বোর্ডে যোগ করতে পারবে টিম ইন্ডিয়া? কিউয়িদের রান টপকাতে পারবে তাঁরা?

IND vs NZ Live: পন্থ কি নামবেন?

হালকা অনুশীলন সারছেন ঋষভ পন্থ। আজ সরফরাজের সঙ্গে কি ব্যাট হাতে মাঠে নামবেন উইকেট কিপার ব্যাটার। নাকি কে এল রাহুলকে দেখা যাবে প্রথমে ব্যাট হাতে নামতে।

প্রেক্ষাপট

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু (India vs New Zealand) টেস্টের তৃতীয় দিনের শেষ বলে আউট হলেন বিরাট কোহলি। তৃতীয় উইকেটে সরফরাজ খানের সঙ্গে ১৬৩ বলে ১৩৬ রান যোগ করে ম্যাচের রং পাল্টে দিচ্ছিলেন। নিউজ়িল্যান্ডের চেয়ে ৩৫৬ রানে পিছিয়ে পড়েও ভারত যে প্রত্যাঘাতের স্বপ্ন দেখছে, তার মঞ্চ তৈরি করে দিয়েছিলেন কোহলি ও সরফরাজ।


কিন্তু দিনের শেষ বলে ৭০ রান করে ফিরলেন কোহলি। গ্লেন ফিলিপ্সের বলটি কোনওমতে খেলে দিয়ে দিনটি শেষ করতে চেয়েছিলেন কোহলি। সেই বল তাঁর ব্যাটের কানায় সামান্য স্পর্শ করে চলে যায় উইকেটকিপার টম ব্লান্ডেলের হাতে। আল্ট্রা এজ প্রযুক্তিতেও দেখা যায়, বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় ক্ষীণ একটা দাগ। মাঠের জায়ান্ট স্ক্রিনে দেখে যেন বিশ্বাসই হচ্ছিল না খোদ বিরাটের। মাথা নাড়তে নাড়তে ড্রেসিংরুমে ফিরলেন।


ভারতের প্রত্যাঘাত বড়সড় ধাক্কা খেল ক্রিজে সেট হয়ে যাওয়ার পরেও বিরাট আউট হয়ে যেতে। এদিনই যিনি টেস্ট ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ করলেন।


তবে কোহলি ও সরফরাজের জুটি ইতিবাচক মানসিকতার বিজ্ঞাপন হয়ে রইল। সারাদিনে উঠল ৪৫৩ রান। চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা দেখতে আসা মানুষ যে পয়সা উসুল করে বাড়ি ফিরলেন, বলার অপেক্ষা রাখে না। রাচিন রবীন্দ্রর দুরন্ত সেঞ্চুরিতে ৩৫৬ রানের বিশাল লিড নিয়েছিল নিউজ়িল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ম্যাচ বাঁচানোর জন্য রক্ষণের খোলসে ঢুকে যায়নি ভারত। বরং রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের জুটি আগ্রাসী মেজাজেই ব্যাটিং করে। দুজনে ১৭.১ ওভারে ৭২ রান যোগ করেন। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.