India vs Oman Live: এশিয়া কাপে ওমানকে ২১ রানে হারিয়ে দিল ভারত, লাইভ আপডেট
Asia Cup Live: এশিয়া কাপে গ্রুপ এ-তে আজ ওমানকে হারাল ভারত।
ABP Ananda Last Updated: 20 Sep 2025 12:03 AM
প্রেক্ষাপট
দুবাই: এশিয়া কাপে গ্রুপ এ-তে আজ ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) মুখোমুখি ওমান। টুর্নামেন্টে নিজেদের প্রথম দুটো ম্য়াচে সংযুক্ত আরব আমিরশাহি ও পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া।...More
দুবাই: এশিয়া কাপে গ্রুপ এ-তে আজ ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) মুখোমুখি ওমান। টুর্নামেন্টে নিজেদের প্রথম দুটো ম্য়াচে সংযুক্ত আরব আমিরশাহি ও পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে পয়েন্ট টেবিলেরও শীর্ষে রয়েছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল। ২টো ম্য়াচ খেলে ৪ পয়েন্ট ঝুলিতে পুরে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত গ্রুপ এ-তে। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। পয়েন্ট টেবিলে আমিরশাহি ও ওমান তিন ও চার নম্বর পজিশনে রয়েছে। সুপার ফোরে ইতিমধ্যেই জায়গা পাকা ভারতের। গত ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের ম্য়াচে দুর্দান্ত পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। সুপার ফোরেও পাকিস্তানের বিরুদ্ধেই খেলতে নামার সম্ভাবনা প্রবল ভারতের। তার আগে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। প্রথম দুটো ম্য়াচে দুর্দান্ত পারফর্ম করার পর এবার রিজার্ভ বেঞ্চ দেখে নেওয়ার পালা টিম ইন্ডিয়ার। ভারতীয় ক্রিকেট দলের মিডল ও লোয়ার অর্ডার এখনও সেভাবে পরীক্ষিত নয়। প্রথম ম্য়াচে আমিরশাহির বিরুদ্ধে ৯ উইকেটে ও দ্বিতীয় ম্য়াচে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। ওমানের বিরুদ্ধে টস জিতলে শুরুতে ব্য়াটিং নিয়ে নিজেদের মিডল ও লোয়ার অর্ডারের পরীক্ষা করে নিতে পারে ভারতীয় দল। সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ড্য ও অক্ষর পটেলরা মিডল অর্ডারে ব্যাটিংয়ে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি এখনও।বল হাতে চলতি টুর্নামেন্টে এখনও নামার সুযোগ পাননি অর্শদীপ সিংহ। জসপ্রীত বুমরাকে বিশ্রাম দিয়ে অর্শদীপকে খেলানো যেতে পারে এই ওমান ম্য়াচে। আপাতত টুর্নামেন্টে দুটো গ্রুপের যা পরিস্থিতি তাতে আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্য়াচে অংশ নেবে ভারত। গ্রুপের ম্য়াচে ভারতের জয়ের থেকেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল 'হ্য়ান্ডশেক' বিতর্ক। পাকিস্তানের কোনও প্লেয়ারের সঙ্গে হ্যান্ডশেক করেননি ভারতের কোনও প্লেয়ার। সুপার ফোরের ম্য়াচে কি সেই ছবিই দেখা যাবে কি না, তা নিয়েই প্রশ্ন উঠছে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Asia Cup 2025: ১৬৭/৪ স্কোরে আটকে গেল ওমান
১৬৭/৪ স্কোরে আটকে গেল ওমান। ২১ রানে জয়ী ভারত। এশিয়া কাপে তিন ম্যাচ খেলে তিনটিতেই জয়ী টিম ইন্ডিয়া।