দুবাই: একেই যেন বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। কিংবা ইটের বদলে পাটকেল।
এশিয়া কাপে (Asia Cup Final) ভারতের বিরুদ্ধে ম্য়াচে অপারেশন সিঁদুরকে (Operation Sindoor) অপমান করে অঙ্গভঙ্গি করেছিলেন পাকিস্তানের পেসার হ্যারিস রউফ (Haris Rauf)। বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করার সময় পাকিস্তানের পেসার কে দেখে 'কোহলি কোহলি' বলে চিৎকার শুরু হয়। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে পাক পেসারকে বিশাল যে দুটি ছক্কা মেরেছিলেন কোহলি, সেটাই যেন মনে করিয়ে দেওয়া হয় রউফকে। তবে জবাবে আপত্তিকর কাজ করেন রউফ। হাতের ইশারায় যুদ্ধবিমান ওড়ার ভঙ্গি করেন। তারপর আঙুলের ইশারায় ছয় দেখান। পহেলগাঁওয়ের জঙ্গি হানার জবাবে ভারত যখন অপারেশন সিঁদুর চালায়, পাক সেনা দাবি করেছিল যে ভারতের ৬টি যুদ্ধবিমানকে নামিয়েছে তারা। সেই ইঙ্গিতই যেন করেন হ্যারিস রউফ। যা নিয়ে আইসিসি-র কাছে নালিশও করে ভারতীয় ক্রিকেট বোর্ড (India and Pakistan)।
রবিবার এশিয়া কাপের ফাইনালে সেই হ্যারিস রউফকেই দুরন্ত ডেলিভারিতে বোল্ড করলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তারপর রউফের সেলিব্রেশনের নকল করে যুদ্ধবিমান মুখ থুবড়ে পড়ার ইঙ্গিত করলেন বুম বুম বুমরা। রবিবার যে ঘটনায় উত্তাপ ছড়াল ভারত বনাম পাকিস্তান ম্যাচে। বুমরা যে সুপার ফোরের ম্যাচে রউফের কটাক্ষের জবাব দিয়েছেন, বলার অপেক্ষা রাখে না।
১৮তম ওভারে বল করছিলেন বুমরা। দুর্দান্ত শুরুর পর পরপর উইকেট হারিয়ে পাকিস্তান ব্যাটিং তখন কোণঠাসা। ক্রিজে ছিলেন পাকিস্তানের ফাস্টবোলার হ্যারিস রউফ। নিখুঁত ইয়র্কারে হ্যারিস রউফের স্টাম্প ভেঙে দেন বুম বুম বুমরা। যে অস্ত্র বুমরার ব্রহ্মাস্ত্র। ৬ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন হ্যারিস রউফ। বুমরার ইয়র্কারে তিনি ব্যাট নামাতেই পারেননি। রউফ ফিরতেই আরও চাপ বাড়ে পাকিস্তানের ওপর। ১৪১/৯ হয়ে যায় তাদের স্কোর।
হ্যারিস রউফকে বোল্ড করেই শীতল দৃষ্টিতে তাঁর দিকে তাকান বুমরা। তারপরই বাতের ইশারায় বিমান ভেঙে মাটিতে পড়ার ইঙ্গিত করেন ভারতের ফাস্টবোলার।
বুমরা অবশ্য নিজে থেকে কোনও প্ররোচনামূলক সেলিব্রেশন করেননি। বরং হ্যারিস রউফের আপত্তিকর আচরণের জবাব দিয়েছেন মাত্র। ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে কোনও প্ররোচনা ছাড়াই বিমান ভেঙে পড়ার ইঙ্গিত করে দুই শিবিরের মধ্যে তিক্ততা বাড়িয়েছিলেন হ্যারিস রউফ।