দুবাই: চলতি এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনাল আগামীকাল অর্থাৎ ২৮শে সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তানের মধ্যে খেলা হবে। এই প্রথমবার ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের ফাইনাল (IND vs PAK Final) খেলা হবে। ভারত গ্রুপ পর্ব এবং সুপার ফোর রাউন্ডের ম্যাচ - দুইয়েই পাকিস্তানকে হারিয়েছিল। এবার ফাইনালে চলতি এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর তৃতীয়বার দেখা হতে চলেছে। এই ম্যাচের জয়ী দল চ্যাম্পিয়ন হবে। জিতে নেবে ট্রফি।
কিন্তু ম্যাচে যদি বৃষ্টি আসে, যদি পণ্ড হয় খেলা! তাহলে শেষ পর্যন্ত কে চ্যাম্পিয়ন হবে? কোন দলের মাথায় উঠবে সেরার শিরোপা?
যদি বৃষ্টি আসে, তাহলে কী বলছে নিয়ম?
ভারত বনাম পাকিস্তান ফাইনাল ম্যাচ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হবে। আবহাওয়ার খবর অনুযায়ী, ২৮শে সেপ্টেম্বর দুবাইতে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু অন্য কোনও কারণে যদি ২৮শে সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ না হয়, তাহলে তা বাতিল করা হবে না। আসলে এশিয়া কাপ ফাইনালের জন্য ২৯শে সেপ্টেম্বর রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।
যদি রিজার্ভ ডে-র দিনেও ফাইনাল ম্যাচের ফল না হয়, তাহলে ভারত ও পাকিস্তানকে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হবে। যদিও বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা না থাকার কারণে রিজার্ভ ডে-র ব্যবহার হওয়ার সম্ভাবনাও খুবই কম।
ভারত-পাকিস্তান টি-২০ তে হেড টু হেড
টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে ভারত ও পাকিস্তানের মধ্যে ১৫টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে রেকর্ডের নিরিখে ভারতীয় দল এগিয়ে রয়েছে । ভারত ১২ বার জয়ী হয়েছে, যেখানে পাকিস্তান মাত্র ৩ বার জয়লাভ করতে পেরেছে। টি-২০ ক্রিকেটে পাকিস্তানের ভারতের বিরুদ্ধে শেষ জয়টি এসেছিল ২০২৩ সালের এশিয়া কাপে, যখন তারা একটি রোমাঞ্চকর ম্যাচে ১৮২ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতেছিল । এবার ভারতীয় দলের কাছে সুযোগ থাকবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার এশিয়া কাপ ফাইনাল জেতার কৃতিত্ব অর্জনের ।