কলম্বো: পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে বরাবরই আধিপত্য দেখিয়েছে ভারত (India vs Pakistan)। ওয়ান ডে ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে ১১-০ রেকর্ড ভারতের। ১১ বারের সাক্ষাতে ১১ বারই হারিয়েছে। তার ওপর প্রথমে ব্যাটিং করলে যেন আরও দাপট দেখিয়েছে ভারত। প্রথমে ব্যাট করলে গড়ে ১৩৮ রানে জিতেছে সব ম্যাচ। রবিবার কলম্বোতেও কি সেই একই ব্যবধানে পাকিস্তানকে নাস্তানাবুদ করবে ভারতীয় দল?
মহিলাদের বিশ্বকাপে কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বড় রান তুলল ভারত। ৫০ ওভারে ২৪৭ রানে শেষ হল ভারতের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ স্কোর হারলিন দেওলের। ৪৬ রান করেন তিনি। ৬৫ বল খেলে। তবে একটা সময় মনে হচ্ছিল ভারতের ইনিংস ২১৫-২২০ রানের ভেতর আটকে যাবে। সেখান থেকেই প্রায় আড়াইশো ছুঁই ছুঁই স্কোর করল ভারত। সৌজন্যে এক বঙ্গকন্যা।
রিচা ঘোষ। উত্তরবঙ্গ যখন বৃষ্টিতে বিপর্যস্ত, কার্যত মৃত্যুমিছিল চলছে, তখন উত্তরবঙ্গেরই এক কন্যা ব্যাট হাতে পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে সংহারক মূর্তি ধরলেন। ২০ বলে ৩৫ রান করে অপরাজিত রইলেন রিচা। ৩ চার ও জোড়া ছক্কায় সাজানো তাঁর ইনিংস।
রবিবার কলম্বোয় একটি রেকর্ডও গড়ল ভারতীয় মহিলা দল। এই প্রথম ওয়ান ডে ক্রিকেটে কোনও একজন ব্যাটারেরও হাফসেঞ্চুরি ছাড়া ২৪৭ রান তুলল ভারত। ২০২৪ সালে আমদাবাদে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ২২৭ রান তুলেছিল ভারত। সেই ম্যাচেও ভারতের কোনও ব্যাটার হাফসেঞ্চুরি করেননি। তবে দলের কেউ হাফসেঞ্চুরি করেননি, এমন ক্ষেত্রে মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ দলগত স্কোর তোলার নজির রয়েছে নিউজ়িল্যান্ডের। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬৭/৯ তুলেছিল তারা।
তবে ভারতকে চিন্তায় রাখবে ইনিংসে ডট বলের সংখ্যা। ভারতীয় ইনিংসে ১৭৩টি ডট বল হয়। অর্থাৎ ১৭৩টি বলে কোনও রান হয়নি। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত এক ইনিংসে সবচেয়ে বেশি ডট বল এটাই। ২০২৩ সালের জানুয়ারি থেকে যে ৩৪টি ওয়ান ডে ম্যাচ খেলেছে ভারত, তার মধ্যেও এটাই সবচেয়ে বেশি সংখ্যক ডট বল।