India vs Pakistan LIVE: অবিশ্বাস্য বোলিং বুমরার, পাকিস্তানকে ৬ রানে হারিয়ে বিশ্বকাপে ছুটছে ভারতের অশ্বমেধ
T20 World Cup 2024, IND vs PAK Live Score: টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত মোট আটবার মুখোমুখি হল ভারত-পাকিস্তান। তার মধ্য়ে ৭ বারই জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া।
নাটকীয় ম্যাচে ৬ রানে পাকিস্তানকে হারাল ভারত। পরপর ২ ম্যাচ জিতল টিম ইন্ডিয়া।
পাকিস্তানের সপ্তম উইকেটের পতন। ফিরলেন ইমাদ ওয়াসিমও। ৫ বলে ১৮ দরকার পাকিস্তানের।
শেষ ৩ ওভারে ৩০ রান প্রয়োজন পাকিস্তানের। হাতে রয়েছে পাঁচ উইকেট।
ম্য়াচ জমিয়ে দিলেন বুমরা। আক্রমণে আসতেই বোল্ড করে দিলেন রিজওয়ানকে। ৩১ রান করে ফিরলেন পাক উইকেট কিপার ব্যাটার।
পাকিস্তানের তৃতীয় উইকেটের পতন। ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ফাখর জামান।
পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন। অক্ষর পটেলের বলে লেগবিফোর হয়ে ফিরলেন উসমান খান। ১৩ রান করে ফিরলেন পাক ব্যাটার।
৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৫১ রান তুলে নিল পাকিস্তান। ক্রিজে আছেন মহম্মদ রিজওয়ান ও উসমান খান।
পাক শিবিরে প্রথম ধাক্কা হানলেন বুমরা। সূর্যকুমারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন বাবর আজম।
১২০ রান তাড়া করতে নেমে প্রথম ২ ওভারে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ১৪ রান তুলে নিল পাকিস্তান।
১১৯ রানে গুটিয়ে গেল ভারতের ইনিংস। পুরো ২০ ওভারও খেলতে পারল না ভারত। তিনটি করে উইকেট নিলেন নাসিম, হ্যারিস। ২ উইকে নিলেন আমির।
১২ বলে ৭ রান করে হ্যারিস রউফের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন হার্দিক পাণ্ড্য। ভারতের স্কোর ১১২/৮।
আমির ও নাসিম দুজনেই ভয়ঙ্কর হয়ে উঠলেন ভারতের বোলিং লাইন আপের সামনে।
গত ওভারে শিবম দুবে ফিরেছিলেন। ঠিক পরের ওভারেই জোড়া সাফল্য পাকিস্তানের পরপর বলে পন্থকে ৪২ ও জাডেজাকে শূন্য করানে ফেরালেন আমির। ৯৬ রানে সাত উইকেট হারিয়ে ফেলল ভারত।
নাসিম শাহ ম্যাচে তৃতীয় সাফল্য পেলেন। শতরানের গণ্ডি পার করার আগেই আধা ভারতীয় দল সাজঘরে ফিরে গেল। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৯৬/৫। ক্রিজে অবশ্য সেট ঋষভ পন্থ ৪২ রানে ব্যাট করছেন।
৮ বলে ৭ রান করে হ্যারিস রউফের বলে ফিরলেন সূর্যকুমার। ১১.২ ওভারে ভারতের স্কোর ৮৯/৪। ৪০ রান করে ক্রিজে পন্থ।
১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮১ রান বোর্ডে তুলে নিল ভারত। ৩৪ রান করে ক্রিজে আছেন পন্থ। তাঁর সঙ্গে ৫ রান করে ক্রিজে আছেন সূর্যকুমার যাদব।
নাসিম শাহর বলে বোল্ড হয়ে গেলেন অক্ষর পটেল। ২০ রান করে ফিরলেন বাঁহাতি অলরাউন্ডার। ভারতের তৃতীয় উইকেটের পতন।
৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০ রান বোর্ডে তুলে নিল ভারতীয় দল। ক্রিজে আছেন পন্থ (১৫) ও অক্ষর (১৫) রান করে।
৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৮ রান বোর্ডে তুলে নিল ভারত। ১৪ রান করে ক্রিজে আছেন অক্ষর। ৪ রান করে ক্রিজে আছেন পন্থ।
৪ ওভারে ২ উইকেট হারিয়ে বোর্ডে ২৪ রান তুলল ভারত। ঋষভ পন্থের সঙ্গে ক্রিজে আছেন অক্ষর পটেল।
১৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত শর্মা। শাহিন আফ্রিদির বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ভারত অধিনায়ক।
২ ওভারে ১৯ রান বোর্ডে তুলতে ১ উইকেট হারাল ভারত।
নাসিম শাহর বলে পয়েন্টে ক্যাচ আউট হয়ে ফিরলেন বিরাট কোহলি। ৪ রান করে ফিরলেন কিং কোহলি।
ভারতীয় সময়ে রাত ৯.৩০ থেকে খেলা শুরু। ওভার সংখ্য়া এখনও কমানো হয় নি।
আবার শুরু বৃষ্টি, মাত্র এক ওভার খেলা হতেই মুশলধারে শুরু বৃষ্টি, দৌড়ে মাঠ ছাড়লেন ক্রিকেটাররা।
প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৮ রান তুলে নিল ভারতীয় দল। শাহিন আফ্রিদির ওভারে একটি ছক্কাও হাঁকালেন রোহিত শর্মা।
খেলা শুরুর সময় আরও পিছিয়ে গেল। ভারতীয় সময়ে ৮.৫০ থেকে শুরু হতে পারে ভারত-পাক মহারণ।
টস জিতলেন বাবর আজম। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাক অধিনায়কের। ভারতীয় একাদশ অপরিবর্তিত। পাক একাদশে আজম খানের বদলে এলেন ইমাদ ওয়াসিম।
ভারতীয় সময়ে রাত ৮টায় টস হবে। খেলা শুরু হবে ৮.৩০ থেকে।
পিছিয়ে গেল টস। ভেজা আউটফিল্ডের জন্য নির্ধারিত সময়ে টস করা সম্ভব হল না। ৭.৪৫ মিনিটে ফের পর্যবেক্ষণ করা হবে মাঠ।
বৃষ্টি কমলেও মাঠ এখনও ভিজে। বিরাট-শাহিনরা মাঠে হালকা গা ঘামাচ্ছেন। তবে টস হয়ত একটু দেরিতে শুরু হবে।
নিউ ইয়র্কে ঝিরঝিরে বৃষ্টি শুরু। ভারত-পাকিস্তান ম্যাচ সময়ে শুরু করা যাবে?
মেলবোর্নে ফের চালক ভারত। প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ১৫৯/৮। ৬ উইকেটে ১৬০ রান তুলে ম্যাচ জেতে ভারত। ফের নায়ক কোহলি। ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।
এই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ধাক্কা দেয় পাক দল। ২০২১ টি-২০ বিশ্বকাপে এই একবারই ভারতকে হারায় পাকিস্তান। দুবাইয়ের ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৫১/৭। জবাবে ১৭.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৫২ রান তুলে ১০ উইকেটে ম্যাচ জেতে পাক দল।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের ইডেন গার্ডেন্সে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১১৮/৫ স্কোরে আটকে যায় পাকিস্তান। জবাবে ১৫.৫ ওভারে ১১৯/৪ তুলে ম্যাচ জেতে ভারত। ৩৭ বলে অপরাজিত ৫৫ রান করে ম্যাচের সেরা হন কোহলি।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে মীরপুরে প্রথমে ব্যাট করে ১৩০/৭ স্কোরে আটকে যায় পাকিস্তান। ৯ বল বাকি থাকতে ১৩১/৩ তুলে ৭ উইকেটে ম্যাচ জেতে ভারত।
২০১২ সালে গ্রুপ পর্বের ম্য়াচে কলম্বোয় পাকিস্তানকে কার্যত একপেশে ম্যাচে ৮ উইকেটে হারায় ভারত। প্রথমে ব্যাট করে ১২৮ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। বিরাট কোহলির ৬১ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংসের সৌজন্যে মাত্র ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে ভারত।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল ২ দল। জোহানেসবার্গের ফাইনালে ভারত প্রথমে ব্যাট করে তোলে ১৫৭/৫। জবাবে ১৫২ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। ট্রফি ওঠে ধোনির হাতে। জোগিন্দার শর্মা শেষ বলে মিসবাকে আউট করে দেন।
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ডারবানের সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৪১/৯। জবাবে পাকিস্তান ২০ ওভারে ১৪১/৭ স্কোরেই আটকে যায়। ম্যাচ টাই হয়। তখনও সুপার ওভার চালু হয়নি। বোল আউটে পাকিস্তানকে হারায় মহেন্দ্র সিংহ ধোনির ভারত।
ভারত ও পাকিস্তান এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মোট ৭ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৬ বার জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ১ বার জিততে পেরেছে পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তান দ্বৈরথ। ভারতীয় সময় রাত ৮ টা থেকে শুরু হবে এই ম্য়াচ।
প্রেক্ষাপট
নিউ ইয়র্ক: এই প্রথমবার ভারত-পাক ম্য়াচে আলোচনার কেন্দ্রে বারবার উঠে আসছে পিচ। আগের ম্য়াচের পাকিস্তানের শক্তিশালী পেস অ্যাটাক বুমেরাং হয়ে গিয়েছিল। হ্যারিস, নাসিমরা কেউই ছন্দে ছিলেন না। সুপার ওভারে ১৮ রান খরচ করেছিলেন অভিজ্ঞ মহম্মদ আমির। নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে কতটা বেগ দিতে পারবেন এই ত্রয়ী, সন্দেহ থেকেই যাচ্ছে। এই মাঠেই নেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফ্রিকা ম্য়াচটি হয়েছিল। লো স্কোরিং ম্য়াচ দেখা গিয়েছে। এমনকী ১০৪ রান তাড়া করতে নেমেও রীতিমত খেই হারিয়ে ফেলেছিলেন ডাচ ব্যাটাররা। ফলে স্লো পিচে বড় রান যে বোর্ডে না ওঠার সম্ভাবনাই বেশি, তার আন্দাজ করাই যায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত মোট সাতবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তার মধ্য়ে ৬ বারই জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। একমাত্র ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতকে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। সেই ম্য়াচে বাবর-রিজওয়ানের ব্যাটে জয় পেয়েছিল পাকিস্তান। কিন্তু সেই ম্যাচটি বাদ দিকে ভাঁড়ার রীতিমত শূন্য় পাক দলের।
ভারতীয় দলের পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না দ্রাবিড়-রোহিত জুটি। তবে বাবরদের বিরুদ্ধে কুলদীপ যাদবকে খেলানোর একটা পরিকল্পনা দলে চলছিল। পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত রেকর্ড রয়েছে চায়নাম্য়ানের। সেক্ষেত্রে যদি শেষ মুহূর্তে একাদশে কুলদীপ ঢোকেন, তবে অক্ষর পটেলকে হয়ত বসানো হবে বেঞ্চে। অন্য়দিকে পাকিস্তান শিবিরে একটি বদল হতে পারে। শাদাব খানের বদলে দলে আসতে পারেন সইম আয়ুব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -