অ্যাডিলেড: প্রথম টেস্টের খেলেননি। দ্বিতীয় টেস্টের প্রস্তুতি ম্য়াচে তিনি ব্যাট হাতে নামবেন, এমটাই মনে হয়েছিল। কিন্তু গোলাপি বলের টেস্টে চেনা ওপেনিং স্লটে নামলেন না রোহিত শর্মা (Rohit Sharma)। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রতিপক্ষকে ২৪০ রানে আটকে রাখার পর ভারতীয় দলের হয়ে ওপেনিংয়ে নামলেন জয়সওয়াল ও কে এল রাহুলই। পারথে এই জুটিই সফল হয়েছিলেন ওপেনে নেমে। রোহিত দলে ফেরার পরও জয়সওয়াল ও রাহুলই নামলেন ওপেনিংয়ে। 


এই মুহূর্তে রানের মধ্যে নেই রোহিত। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে লাল বলের ফর্ম্য়াটে প্রস্তুতি ম্য়াচে নিজেকে ঝালিয়ে নিয়েই সবাই অ্যাডিলেডে নামবেন। গোলাপি বলের টেস্ট। শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে এই গোলাপি বলের টেস্টেই ৩৬ রানে অল আউট হতে হয়েছিল ভারতকে ৪ বছর আগে। তাই পারথ টেস্টে জিতলেও এই প্রস্তুতি ম্য়াচ নিয়ে বাড়তি সতর্ক ছিল ভারতীয় শিবির। তবে ব্যাট হাতে ওপেনিংয়ে জয়সওয়াল ও রাহুল নামার পর এটুকু পরিষ্কার হয়ে গেল যে অ্য়াডিলেডেও হয়ত ওপেনিংয়ে রোহিতকে দেখা যাবে না। হিটম্য়ান নামলেন ৪ নম্বর পজিশনে। যেখানে সাধারণত বিরাট নামেন। তবে অস্ট্রেলিয়ায় শুরুটা একদমই ভাল হল না রোহিতের। মাত্র ৩ রান করে প্য়াভিলিয়ন ফিরলেন ভারত অধিনায়ক।

 

এদিন তিন নম্বরে নেমেছিলেন শুভমন গিল। চারে নামলেন রোহিত। কিন্তু ক্রিজে টিকতে পারলেন মাত্র ১১ বল। খাতা খোলার আগেই ক্য়াচ আউট হয়ে ফিরলেন। তবে কেরিয়ারের শুরুতে যেভাবে মিডল অর্ডারে নামতেন হিটম্য়ান। ঠিক তেমনই বোধহয় অ্যাডিলেডেও পাঁচ অথবা ছয় নম্বরে দেখা যাবে রোহিতকে। ২০১৩ সালে টেস্টে অভিষেক ম্য়াচে শতরান হাঁকিয়েছিলেন রোহিত। কলকাতায় অভিষেক টেস্টে মিডল অর্ডারে নেমেই জ্বলে উঠেছিলেন তিনি। এছাড়া কয়েক বছর আগে পর্য়ন্তও টেস্টে মিডল অর্ডারে ব্যাট করতেন ৩৭ বছরের অভিজ্ঞ ভারতীয় তারকা। পরিসংখ্য়ান বলছে, পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১৬টি ইনিংস খেলে ৪৩৭ রান করেছেন রোহিত। অন্য়দিকে ৬ নম্বরে ২৫টি ইনিংস খেলে ১০৩৭ রান করেছেন রোহিত। ছয় নম্বরে নেমে ব্যাটিং গড়ও রোহিতের পঞ্চাশের ওপর। সেক্ষেত্রে অ্যাডিলেডেও কি তাহলে ছয় নম্বরেই নামবেন? উত্তর সময়ই দেবে।