জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকা শিবিরের কেউ রামায়ণ পড়ে থাকলে হয়তো বলতেন, এক রামে রক্ষা নেই, সুগ্রিব দোসর।


জোহানেসবার্গের বিখ্যাত ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs SA T20) ব্যাট হাতে প্রলয় চালালেন সঞ্জু স্যামসন ও তিলক বর্মা। সঞ্জু ৫১ বলে সেঞ্চুরি করলেন। তিলক করলেন ৪১ বলে সেঞ্চুরি। দুই ব্যাটারের দাপটে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-২০ ম্য়াচে রেকর্ডের বন্যা। রানের পাহাড়ে ভারত। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ভারত তুলল ২৮৩/১।


সোশ্যাল মিডিয়ায় একটা কথা ইদানীং রীতিমতো ট্রেন্ডিং। সঞ্জু হয় একশো করবেন। অথবা শূন্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। গড়েছিলেন রেকর্ডও। ভারতের প্রথম ব্যাটার হিসাবে পরপর দুই আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন কেরলের তারকা। পরের দুই ম্যাচেই তিনি কোনও রান না করে আউট হন। শুক্রবার ফের সেঞ্চুরি করলেন। সব মিলিয়ে টি-২০ ক্রিকেটে ভারতের জার্সিতে তৃতীয় সেঞ্চুরি স্যামসনের।


জোহানেসবার্গে সেঞ্চুরি করে স্যামসনের কীর্তি স্পর্শ করলেন তিলকও। আগের ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন। এদিন ফের সেঞ্চুরি করলেন তিলক। পরপর দুই টি-২০ ম্যাচে সেঞ্চুরি করা ভারতের দ্বিতীয় ব্যাটার তিলক।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এটাই কোনও দলের সর্বোচ্চ স্কোর। ভেঙে গেল ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে ২৫৮/৩ তুলেছিল ভারত। ক্যারিবিয়ানদের চেয়েও ২৫ রান বেশি করল ভারত।


আইসিসি-র দুই পূর্ণ সদস্যের মুখোমুখি টি-২০ দ্বৈরথে এই প্রথম কোনও এক দলের দুই ব্যাটার সেঞ্চুরি করলেন। নতুন মাইলফলক তৈরি করলেন স্যামসন ও তিলক। এক দলের দুই ব্যাটার সেঞ্চুরি করছেন, সব মিলিয়ে টি-২০ ফর্ম্যাটে এই নজির মাত্র তৃতীয়।


সঞ্জু স্যামসন বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে টি-২০ ফর্ম্যাটে এক ক্যালেন্ডার বর্ষে তিনটি সেঞ্চুরি করলেন। অবিচ্ছেদ্য দ্বিতীয় উইকেটে ২১০ রান যোগ করলেন স্যামসন ও তিলক। টি-২০ ক্রিকেটে যে কোনও উইকেটে এটা ভারতীয়দের মধ্যে সেরা পার্টনারশিপ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি-২০ ক্রিকেটে যে কোনও উইকেটে এটা ভারতীয়দের মধ্যে সেরা পার্টনারশিপ। দ্বিতীয় উইকেট বা আরও নীচের দিকের কোনও পার্টনারশিপে এটা বিশ্বরেকর্ড।


আরও পড়ুন: মোহনবাগান ক্লাবে ঢুকে 'অবৈধ' স্টল ভেঙে দিল সেনাবাহিনি, কী বলছেন কর্তারা?



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।