গকেবেরহা: টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতের বিজয়রথ অব্যাহত। শ্রীলঙ্কা, বাংলাদেশের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন দল প্রথম টি-টোয়েন্টিতে (T20 Cricket) দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে। আজ গকেবেরহাতে দ্বিতীয় ম্য়াচে মুখোমখি হতে চলেছে ২ দল। আর এই ম্য়াচেই রেকর্ডের সামনে দাঁড়িয়ে অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। ভুবনেশ্বর কুমারের (Bhuvneswar Kumar) রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ থাকছে তরুণ বাঁহাতি পেসারের সামনে।
আর পাঁচটি উইকেট পেলেই এক ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেটের মালিক হবেন অর্শদীপ সিংহ। চলতি বছর এখনও পর্যন্ত ২১টি টি-টোয়েন্টি ম্য়াচে খেলতে নেমে মোট ৩৩ উইকেট ঝুলিতে পুরেছেন অর্শদীপ। সেরা বোলিং পারফরম্য়ান্স ছিল ৩৭ রানের বিনিময়ে ৪ উইকেট। অন্য়দিকে ভুবনেশ্বর কুমার ৩২ ম্য়াচে মোট ৩৭ উইকেট নিয়েছিলেন টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ২০২২ সালে। মাত্র ৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন ডানহাতি অভিজ্ঞ ভারতীয় পেসার। আর পাঁচটি উইকেট নিলেই ভুবির রেকর্ড ভেঙে নিজে নতুন রেকর্ড গড়বেন অর্শদীপ। যদি রবিবার এই রেকর্ড নাও গড়তে পারেন অর্শদীপ। তবে আরও দুটো ম্য়াচ পাবেন চলতি সিরিজে তরুণ পেসার। বিশ্বক্রিকেটে এই রেকর্ডের মালিক যদিও উগান্ডার আল্ফেস রামজানির। তিনি এক ক্যালেন্ডার বর্ষে ৩০ ম্য়াচে ৫০ উইকেট নিয়েছিলেন গত বছর।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মারক্রাম ইনিংসের শুরুতেই প্রথম ওভারে অর্শদীপ সিংহের বিরুদ্ধে দুইটি চার হাঁকান। তবে ঠিক তার পরের বলেই মারক্রামকে সাজঘরে ফেরান অর্শদীপ। নিজের ৩ ওভারের স্পেলে ২৫ রান খরচ করে ১ উইকেট নেন পঞ্জাবের বাঁহাতি তরুণ পেসার। সেদিনের ম্য়াচে
ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে সঞ্জুর শতরানের দৌলতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০২ রান বোর্ডে তুলে নিয়েছিল ভারত। তিলক ভার্মা ম্য়াচে ১৮ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। সূর্যকুমার যাদব ১৭ বলে ২১ রানের ইনিংস খেলেন। রান তাড়া করতে নেমে মাত্র ১৪১ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারতের হয়ে সফল বোলার বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোই। ২ জনেই তিনটি করে উইকেট নেন। চার ম্য়াচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় ক্রিকেট দল।