পারথ: বর্ডার গাওস্কর ট্রফির প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড ঘোষণা করা হল। ১৩ সদস্যের অজি দলে সুযোগ পেয়েছেন নবাগত ন্যাথান ম্যাকসুইনি। তিনি ভারতীয় এ দলের বিরুদ্ধে দু ম্য়াচের যে আনঅফিশিয়াল টেস্ট সিরিজ হয়েছিল সেখানে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। এছাড়াও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেও ভাল পারফর্ম করে এসেছেন ম্য়াকসুইনি। তারই ফল পেলেন এই তরুণ ডানহাতি ব্য়াটার।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। পারথে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট আয়োজিত হবে। ১৩ সদস্যেকর এই দলে সুযোগ পেয়েছেন জস ইলিংশও। তবে চমক বোধহয় ম্যাকসুইনির অন্তর্ভূক্তি। ঘরোয়া ক্রিকেটে ৩৪ টি ম্যাচ খেললেও দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় প্রথমবার খেলতে নামবেন কুইন্সল্যান্ডের ২৫ বছর বয়সি এই ডানহাতি ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে মোট ৬টি সেঞ্চুরি করেছেন। ১২টি হাফ সেঞ্চুরি করেছে। ঝুলিতে পুরেছেন মোট ২২৫২ রান। পার্ট টাইম অফস্পিনারের ঝুলিতে রয়েছে ১৮ উইকেটও।
ভারতীয় এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে প্রথম ইনিংসে ৩৯ রানের ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ইনিংসেও ৮৮ রানের অপরাজিত ইনিংসে খেলেছিলেন। পারথ টেস্টে কামিন্স ছাড়াও তিন পেসারকে রাখা হয়েছে জস হ্যাজেলউড ও মিচেল সটার্কের সঙ্গে জায়গা করে নিয়েছেন স্কট বোল্যান্ড।
এরই মাঝে আবার খবর অনুযায়ী বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম দুই টেস্টে খেলবেন না রোহিত শর্মা। তিনি ও তাঁর স্ত্রী রীতিকি সাজদে দ্বিতীয়বার বাবা, মা হতে চলেছেন বলে খবর। এমন পরিস্থিতিতে রোহিত তাঁর স্ত্রীর পাশে থাকবেন বলে নিজের সিদ্ধান্তের কথা নাকি বোর্ডকেও জানিয়ে দিয়েছেন। তবে রোহিতের এই সিদ্ধান্তে সুনীল গাওস্কর একেবারেই খুশি নন। তিনি দাবি করেছেন রোহিত প্রথম দুই টেস্ট না খেললে, গোটা সিরিজ়ের জন্য ভারত যেন নতুন অধিনায়ক নির্বাচিত করে।
উল্লেখ্য, রোহিত শর্মা না থাকলে কে এল রাহুল ও অভিমন্যু ঈশ্বরণের মধ্যে কেউ একজন যশস্বী জয়সওয়ালের সঙ্গে ভারতীয় একাদশে ওপেনার হিসেবে খেলতে নামতে দেখা যাবে।
আরও পড়ুন: সমুদ্রতটে সূর্যাস্ত দেখছে জিহ্বা, ছুটি কাটাতে থাইল্যান্ডের বিচে সপরিবারে ধোনি