চণ্ডীগড়: টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতের জয়ের অশ্বমেধের ঘোড়া ছুটেই চলেছে। মঙ্গলবার প্রথম ম্যাচে কটকের বারাবাটি স্টেডিয়ামে বড় ব্যবধানে জয় ছিনিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে সূর্যকুমার যাদবের দল। প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাট ও বল হাতে সফল হয়েছেন হার্দিক পাণ্ড্য। প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান বোর্ডে তুলে নেয় ভারত। জবাবে রান তাড়া করতে নেমে মাত্র ৭৪ রানে অল আউট হয়ে যায় প্রোটিয়া শিবির। এই পরিস্থিতিতে দ্বিতীয় ম্য়াচে কী ভারতের একাদশে কোনও বদল হতে পারে?
ভারতীয় দলের প্রত্যেকেই কম বেশি ছন্দে রয়েছেন। কিন্তু সূর্যকুমার যাদব ব্যাট হাতে আরও একটি ইনিংসে ব্যর্থ হলেন। তবে একাদশে বদলের সম্ভানা নেই বললেই চলে। অভিষেক শর্মা ও তিলক বর্মা রয়েছেন টপ অর্ডারে। সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা দুজনেই উইকেট কিপার ব্য়াটার হিসেবে একাদশে ঢোকার দাবিদার। কিন্তু জিতেশের পাল্লাই ভারী। কারণ গত কয়েকটি ইনিংসে সে দারুণ পারফর্ম করেছেন।
শুভমন গিল প্রথম টি-টোয়েন্টতে একাদশে ছিলেন। কিন্তু তিনিও রান পাননি। মাত্র ৪ রান করে প্যাভিলিয়ন ফেরেন ডানহাতি ব্যাটার। সেক্ষেত্রে দ্বিতীয় ম্য়াচে স্যামসনকে অভিষেকের সঙ্গে জুটি বাঁধতে পারেন। তবে সেই সম্ভাবনা খুবই কম।
ওয়ান ডে ফর্ম্য়াটে বল হাতে দাপট দেখিয়েছিলেন অর্শদীপ সিংহ। বোলিংয়ে বরাবরই নতুন বলে উইকেট নিতে সিদ্ধহস্ত অর্শদীপ সিংহ। প্রথম টি-টোয়েন্টি ম্য়াচেও তিনি প্রথম ওভারেই কুইন্টন ডিককে সাজঘরে ফেরান। তিনে নামা ট্রিস্টান স্টাবস এবং এডেন মারক্রামের কাঁধে ইনিংস সামলানোর দায়িত্ব পড়ে। তবে অর্শদীপই স্টাবসকে ১৪ রানে ফেরান। বল হাতে নিয়েই মারক্রামকে ফেরান অক্ষর পটেল। অপরদিকে, অর্শদীপ থাকায় এই ম্যাচে নতুন বল পাননি হার্দিক পাণ্ড্য। তাতে কী! পাওয়ার প্লে শেষের পর বল হাতে নিয়ে তিনিও সাফল্য পান। ডেভিড মিলারকে আউট করেন তিনি।
টেস্টে জানসেনের ব্যাটিং ভারতকে বেগ দিয়েছিল। এই ম্যাচে দুই ছক্কা মেরে শুরুটা ভালই করেছিলেন। বরুণ চক্রবর্তীকে লম্বা ছক্কাও মারেন তিনি। তবে ঠিক পরের বলেই বরুণ তাঁর উইকেট ভেঙে দেন। এরপরে দক্ষিণ আফ্রিকার শেষ ভরসা ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করে নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেটটি নিয়ে ফেলেন বুমরা। তিনিই প্রথম ভারতীয় হিসাবে তিন ফর্ম্য়াটে ১০০টি উইকেট নেওয়ার কৃতিত্ব নিজের নামে করেন। একই ওভারে কেশব মহারাজও সাজঘরে ফেরেন। এরপরে দক্ষিণ আফ্রিকার পরাজয়টা ছিল কেবল সময়ের অপেক্ষা। পরের দুই ওভারে অক্ষর এবং শিবম দুবে একটি করে উইকেট নিয়ে প্রোটিয়া ইনিংস ৭৪ রানে গুটিয়ে দেন।