India vs South Africa Live: ব্যাট হাতে মুথুস্বামী, জানসেনর দাপটে দ্বিতীয় দিন নিজেদের নামে করল প্রোটিয়ারা, চাপে ভারত

India vs South Africa: গুয়াহাটিতে প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছয় উইকেটের বিনিময়ে ২৪৭ রান।

Advertisement

ABP Ananda Last Updated: 23 Nov 2025 04:00 PM

প্রেক্ষাপট

গুয়াহাটি: তাঁর টেস্ট অভিষেকের পর থেকে ৮৭তম ম্যাচ খেলছে ভারত। অথচ তাঁর কেরিয়ারে টেস্ট ম্যাচের সংখ্যা? মাত্র ১৭। ২০১৭ সাল থেকে ২০২৫ - গত আট বছরে তাঁকে বাইরে রেখে ৭০টি টেস্ট...More

IND vs SA Live Score: শেষ হল খেলা

খারাপ আলোর জন্য নির্ধারিত সময়ের একটু আগে দ্বিতীয় দিনের খেলা শেষ হল। ভারতীয় ওপেনাররা চ্যালেঞ্জিং সেশনটা কোনও উইকেট না হারিয়েই এড়াতে সক্ষম হলেন। দিনশেষে ভারতের স্কোর নয়। আপাতত ৪৮০ রানে পিছিয়ে ভারত।

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.