India vs South Africa Live: ব্যাট হাতে মুথুস্বামী, জানসেনর দাপটে দ্বিতীয় দিন নিজেদের নামে করল প্রোটিয়ারা, চাপে ভারত
India vs South Africa: গুয়াহাটিতে প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছয় উইকেটের বিনিময়ে ২৪৭ রান।
ABP Ananda Last Updated: 23 Nov 2025 04:00 PM
প্রেক্ষাপট
গুয়াহাটি: তাঁর টেস্ট অভিষেকের পর থেকে ৮৭তম ম্যাচ খেলছে ভারত। অথচ তাঁর কেরিয়ারে টেস্ট ম্যাচের সংখ্যা? মাত্র ১৭। ২০১৭ সাল থেকে ২০২৫ - গত আট বছরে তাঁকে বাইরে রেখে ৭০টি টেস্ট...More
গুয়াহাটি: তাঁর টেস্ট অভিষেকের পর থেকে ৮৭তম ম্যাচ খেলছে ভারত। অথচ তাঁর কেরিয়ারে টেস্ট ম্যাচের সংখ্যা? মাত্র ১৭। ২০১৭ সাল থেকে ২০২৫ - গত আট বছরে তাঁকে বাইরে রেখে ৭০টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত।যদিও কুলদীপ যাদব (Kuldeep Yadav) যখনই সুযোগ পেয়েছেন, নিজের দক্ষতার চাপ রেখেছেন। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনও ভারতের সেরা বাজি চায়নাম্যান স্পিনারই। ১৭ ওভার হাত ঘুরিয়ে ৪৮ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিলেন তিনি। দক্ষিণ আফ্রিকাও প্রথম দিনের শেষে দারুণ কিছু জায়গায় থাকতে পারল না। শনিবার, প্রথম দিনের শেষে তেম্বা বাভুমাদের স্কোর ২৪৭/৬। রবিবার, ম্যাচের দ্বিতীয় দিন সকালে দ্রুত বাকি চার উইকেট তুলে নিতে পারলে ভালমতোই ম্যাচে থাকবে ভারত।শনিবার দিনের শেষে একটি পরিসংখ্যান ঘোরাফেরা করছিল। টেস্ট ক্রিকেটে অন্তত ৫০টি উইকেট রয়েছে, এমন স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট কুলদীপ যাদবেরই। ৩৬.৬। যার অর্থ, প্রত্যেক ৬ ওভার অন্তর একটি করে উইকেট নেন কুলদীপ। শনিবার যে ৮১.৫ ওভার খেলা হল, সেখানেও দক্ষিণ আফ্রিকাকে স্বস্তিতে থাকতে দিলেন না বাঁহাতি রহস্য স্পিনার।ইডেনে প্রথম টেস্টে ঘূর্ণি পিচ বানিয়ে দক্ষিণ আফ্রিকাকে ফাঁদে ফেলার কৌশল নিয়েছিল ভারত। যে পরিকল্পনা ব্যুমেরাং হয়ে ভারতকেই ঘায়েল করে। আড়াই দিনের মধ্যে টেস্টে হেরে যায় ভারত। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে সিরিজ বাঁচানোর লড়াই ভারতের। ম্যাচ জিতলে, সিরিজ অমীমাংসিত রাখা সম্ভব। সেই টেস্টে টস হেরে শুরুতে ফিল্ডিং করতে হল ভারতকে।এই ম্যাচে দুটি পরিবর্তন করে নেমেছে ভারত। ঘাড়ের চোটে কাবু শুভমন গিলের পরিবর্তে নীতীশ কুমার রেড্ডি খেলছেন অক্ষর পটেলের পরিবর্তে খেলানো হচ্ছে সাই সুদর্শনকে।শুরুতেই অবশ্য দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলার সুযোগ পেয়েছিল ভারত। যশপ্রীত বুমরার বলে মাত্র ৪ রানে থাকা এইডেন মারক্রামের ক্যাচ দ্বিতীয় স্লিপে ফেলে দেন কে এল রাহুল। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন সবে ১৬ রান। ওপেনিং জুটিতে ৮২ রান যোগ করেন মারক্রাম ও রায়ান রিকেলটন।চা পানের বিরতির (গুয়াহাটি টেস্টে প্রথমে চা পানের বিরতি হচ্ছে) ঠিক আগে মারক্রামকে বোল্ড করেন বুমরা। তারপরই কুলদীপের ভেল্কি শুরু। যদিও ট্রিস্টান স্টাবস (৪৯) ও তেম্বা বাভুমা (৪১) পাল্টা লড়াই করেন। দিনের শেষ ওভারে, দ্বিতীয় নতুন বলে টনি দি জর্জিকে ফিরিয়ে ধাক্কা দেন মহম্মদ সিরাজ।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
IND vs SA Live Score: শেষ হল খেলা
খারাপ আলোর জন্য নির্ধারিত সময়ের একটু আগে দ্বিতীয় দিনের খেলা শেষ হল। ভারতীয় ওপেনাররা চ্যালেঞ্জিং সেশনটা কোনও উইকেট না হারিয়েই এড়াতে সক্ষম হলেন। দিনশেষে ভারতের স্কোর নয়। আপাতত ৪৮০ রানে পিছিয়ে ভারত।