India vs South Africa T20 Live: ১১ রানে জিতে সিরিজে ২-১ এগিয়ে গেল টিম ইন্ডিয়া, ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ ম্যাচের লাইভ আপডেট

India vs South Africa T20 News Live Updates: ব্যর্থ জানসেনের দুরন্ত লড়াই। ২০৮/৭ স্কোরে আটকে গেল দক্ষিণ আফ্রিকা। সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত।

ABP Ananda Last Updated: 14 Nov 2024 12:44 AM

প্রেক্ষাপট

সেঞ্চুরিয়ন: দুই দলেরই একাধিক প্রথম সারির খেলোয়াড় নেই। সামনে টি-২০ ফর্ম্য়াটে বড় কোনও টুর্নামেন্ট তো নেইই, কার্যত পরপরই মহাগুরুত্বপূর্ণ বর্ডার-গাওস্কর ট্রফি শুরু হতে চলায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সিরিজ়টা যেন...More

Ind vs SA Live: দক্ষিণ আফ্রিকা আটকে গেল ২০৮/৭ স্কোরে

অর্শদীপের বলেই এলবিডব্লিউ হলেন জানসেন। ১৭ বলে ৫৪ রান করে। একটা সময় ডেথ ওভারে অর্শদীপের বোলিং নিয়ে প্রবল সমালোচনা চলত। সেই অর্শদীপই এখন ডেথ ওভারে ভারতের সম্পদ হয়ে উঠেছেন। দক্ষিণ আফ্রিকা আটকে গেল ২০৮/৭ স্কোরে। ১১ রানে ম্যাচ জিতে সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত।