লখনউ: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের তিন ম্যাচ খেলা হয়ে গিয়েছে। আজ সিরিজ়ের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত (India vs South Africa)। আজ জিতলেই সিরিজ় নিজেদের পকেটে পুরে নেওয়ার সুযোগ রয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দলের সামনে। তাই এই ম্য়াচের দিকে অনেকেই তাকিয়ে থাকবেন।
এক নজরে ম্যাচ সংক্রান্ত ব্রডকাস্টের না না তথ্য জেনে নেওয়া যাক
কোথায় হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বৈরথ?
একানা ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও দক্ষিণ আফ্রিকা একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে।
কখন শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার লড়াই?
১৭ ডিসেম্বর, বুধবার খেলা শুরু হবে সন্ধে সাতটায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে ৬.৩০টায়।
কোথায় দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম প্রোটিয়াদের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি।
পিচ রিপোর্ট
একানা স্টেডিয়ামে কালো মাটির পিচ দেখা যায়। এই মাটির জন্য একানায় বল বাউন্স কম হয় এবং বল খানিকটা থেমেও আসে। তবে বর্তমানে রাতের দিকে শিশির পড়ছে। তাই যে কোনও দলই টস জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্তই নেবে। উপরন্তু, ধর্মশালার মতো ঠান্ডা না হলেও এই সময়ে লখনউয়ে ১০ ডিগ্রির আশেপাশে থাকার কথা যাতে স্পিন সহায়ক পিচ তৈরি করাটাও খানিকটা কঠিনই। ভারতের অন্যান্য মাঠগুলির তুলনায় এখানের বাউন্ডারি বেশ খানিকটা বড় হওয়ায় তুলনামূলক কম চার, ছক্কা দেখতে পাওয়া যায়। তাই ব্যাট, বলের ভাল লড়াই দেখার আশা করাই যায়।
এই ম্যাচে ভারতীয় একাদশের দিকেও নজর থাকবে। গত ম্যাচে যশপ্রীত বুমরা খেলেননি। তাঁর বদলে হর্ষিত রানা সুযোগ পান। বুমরা ব্যক্তিগত কারণে নিজের বাড়িতে ফিরে গিয়েছিলেন বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল। তিনি পরবর্তী ম্যাচের জন্য উপলব্ধ কি না, তা যথাসময়ে জানানো হবে বলা হয়েছিল। বিসিসিআইয়ের তরফে এখনও কোনও বিবৃতি না এলেও, দুবে বুমরা সম্পর্কে আপডেট দিলেন।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বুমরা প্রসঙ্গে দুবেকে বলতে শোনা যায়, 'আমি যতদূর জানি, যতদূর শুনতে পেরেছি, তাতে ও এই ম্য়াচের আগে ফিরে আসছে। আমি জানি যে বুমরা এই ম্যাচের জন্য উপলব্ধ রয়েছেন। তবে সত্যি বলতে আমি ১০০ শতাংশ নিশ্চিত হয়ে কিছু বলতে পারব না।'