সন্দীপ সরকার, কলকাতা: সামনে প্রতিপক্ষ টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা (India vs SA)। যে কারণে কৌশলে বিরাট চমক দিতে চলেছে ভারত। গুরু গৌতম গম্ভীরের নকশা তৈরি!

Continues below advertisement

সব কিছু ঠিকঠাক চললে শুক্রবার ইডেনে এমন এক ঘটনা ঘটতে চলেছে, যা আগে কখনও দেশের মাটিতে ভারতীয় টেস্ট একাদশে দেখা যায়নি। একসঙ্গে খেলতে চলেছেন ঋষভ পন্থ ও ধ্রুব জুড়েল!

ইংল্যান্ডে পন্থের পায়ের পাতার চোট একাদশের দরজা খুলে দিয়েছিল জুড়েলের জন্য। তারপর থেকে দুরন্ত ছন্দে রয়েছেন উইকেটকিপার-ব্যাটার। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধেও বড় রান করেছেন। ফিট হয়ে গিয়েছেন পন্থও। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় একাদশে দুজনকে একসঙ্গে খেলানো হতে পারে, ইঙ্গিত দিলেন ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতে। এর আগে একটিমাত্র টেস্টে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তবে দেশের মাটিতে জুড়েল ও পন্থ কখনও একসঙ্গে টেস্ট খেলেননি।

Continues below advertisement

দুশখাতে বলেছেন, 'কম্বিনেশন কী হবে সেটা নিয়ে আমাদের স্পষ্ট ধারণা রয়েছে। গত ৬ মাসে ধ্রুব যেরকম খেলেছে, গত সপ্তাহে বেঙ্গালুরুতে দুশো করেছে, ওর খেলা নিশ্চিত। আমি একটু আগে যা বলেছিলাম, ওয়াশি, অক্ষর ও জাড্ডুকে নিয়ে সেটাই করা যায়। ওদের খেলানো মানে তিনজন ব্যাটারকেও খেলানো। ওরা থাকলে আমাদের নমনীয়তা বাড়ে। যদি ধ্রুব ও ঋষভকে এই টেস্টে একসঙ্গে খেলতে না দেখি তবে বেশ অবাক হব।'

ইডেনে বোলিং আক্রমণ কী রকম হবে, তা নিয়েও জোরাল ইঙ্গিত দিয়েছেন ভারতের সহকারী কোচ। দুশখাতে বলেছেন, 'ম্যাচ যত গড়াবে, এই পিচে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। স্পিনার অলরাউন্ডারদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হবে। আমাদের ভাগ্য সুপ্রসন্ন যে, আমাদের দলে এমন অনেক অলরাউন্ডার আছে যারা শুধু ব্যাটার হিসাবে বা বোলার হিসাবেও খেলতে পারে। কখনওই আমরা চাইব না অলরাউন্ডারকে খেলাতে গিয়ে কাউকে বাদ দিতে। ফলে তাকে শুধু ব্যাটার বা বোলার হিসাবে খেলানো যেতে পারে।'

কেমন হতে পারে ভারতের বোলিং আক্রমণ? দুশখাতের ইঙ্গিত, দুই পেসার হিসাবে খেলানো হতে পারে যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজকে। সঙ্গে তিনজন এমন স্পিনার, যাঁরা ব্যাটিংও করতে পারেন। রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল ও ওয়াশিংটন সুন্দর। সেক্ষেত্রে বাইরে বসতে হতে পারে কুলদীপ যাদবকে।

ধ্রুব খেললে কার জায়গায়? ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট ম্যাচের দলে ছিলেন নীতীশ কুমার রেড্ডি। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁকে বাদ দিয়েই জুড়েলকে খেলানো হতে পারে শুধু ব্যাটার হিসাবে।