মুম্বই: বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মাকে (Rohit Sharma) ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে ভারতীয় দলে দেখা যাবে? এই বিষয়ে অনেক প্রশ্ন উঠছে । কোহলি এবং রোহিতের দলে জায়গা নিয়ে প্রশ্ন তোলা লোকজনকে সরাসরি কটাক্ষ করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী । তাঁর মতে, বিরাট এবং রোহিতের মতো খেলোয়াড়দের সঙ্গে ঝামেলা করা ঠিক নয় । অনেকের মনে যা শুনে প্রশ্ন, শাস্ত্রী কি কোচ গৌতম গম্ভীরকে বার্তা দিলেন?

Continues below advertisement

রবি শাস্ত্রী বলেছেন, "বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওয়ান ডে ক্রিকেটের কিংবদন্তি খেলোয়াড় । এই মাপের খেলোয়াড়দের সঙ্গে ঝামেলা করা উচিত নয় ।"

কেন উঠছে প্রশ্ন?

রবি শাস্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে, বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠার কারণ কী । তিনি কারও নাম না নিয়ে বলেন, "কিছু লোক এমনটা করছে । আমি শুধু এটুকুই বলতে চাই । যদি এই দু'জন টিকে থাকে, সবকিছু ঠিকঠাক করতে থাকে, তাহলে যারা ওদের সঙ্গে ঝামেলা করছে, তারা খুব শীঘ্রই এখান থেকে অদৃশ্য হয়ে যাবে ।"

Continues below advertisement

তিনি আরও বলেন, "এমন খেলোয়াড়দের সঙ্গে মজা করো না । যারা করছে, তারা করুক । যদি তাদের মাথা ঠিক হয়ে যায়, এবং সঠিক বোতাম টিপে দেয়, তাহলে সবাই আশেপাশে সরে যাবে ।" 

এরই মধ্যে খবর এসেছে যে ম্যানেজমেন্ট চাইছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতীয় ঘরোয়া ক্রিকেটেও খেলুক । শোনা যাচ্ছে বিরাট এবং রোহিত বিজয় হাজারে ট্রফিতে খেলতে রাজি হয়েছেন । 

 

দুরন্ত ফর্মে বিরাট-রোহিত

বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুরন্ত ফর্মে রয়েছেন । একদিকে বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম দুটি ম্যাচেই সেঞ্চুরি করেছেন । প্রথম ম্যাচে তিনি ১৩৫ রান এবং দ্বিতীয় ম্যাচে ১০২ রানের ইনিংস খেলেছিলেন । অন্যদিকে রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে অর্ধশতরান এবং তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সেঞ্চুরি করে এসেছেন ।