ডারবান: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় দল। হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। সামনেই বর্ডার-গাওস্কর ট্রফি। তবে তার আগে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) চার ম্যাচের বিশ ওভারের সিরিজ়ে মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারতীয় দল। এই সিরিজ়েই ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জ ভারতীয় দলের সামনে।  


ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ ওভারের সিরিজ়ে কিন্তু জয় পেয়েছিল, বাংলাদেশকেও কিন্তু ঘরের মাঠে টি-২০ সিরিজ়ে হোয়াইটওয়াশ করেছিল। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখার লড়াই। পাশাপাশি নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে হতাশাজনক হারের পর এই সিরিজ়ে জয় ভারতীয় দলের সমর্থকদেরও মুখে হাসি ফোটাবে। সেই লক্ষ্যে কি সূর্যকুমার যাদবরা সফল হবেন?


ঘটনাক্রমে প্রায় বছরখানেক আগেই রামধনুর দেশে আরেকটি বিশ ওভারের সিরিজ়ে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। সেক্ষেত্রেও দলের নেতৃত্বে ছিলেন সূর্যকুমার যাদবই। তবে সেসময় তিনি দলের অন্তর্বর্তীকালীন অধিনায়ক ছিলেন। এখন পাকাপাকিভাবে তাঁর হাতে বিশ ওভারের দলের অধিনায়কত্ব উঠেছে। সেক্ষেত্রে ১-১ ড্র হয়েছিল তিন ম্যাচের সিরিজ়। এবার কি জয় পাবে ভারত? সেটাই দেখার বিষয়। পাশাপাশি রমনদীপ সিংহের মতো প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া তারকারাও সুযোগ পেলে কেমন পারফর্ম করে, সেইদিকে থাকবে নজর। 


ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-২০ কবে?


কাল, অর্থাৎ ৮ নভেম্বর রাত ৮টা ৩০ থেকে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-২০, ম্যাচের টস হবে তার আধঘণ্টা আগে অর্থাৎ রাত ৮টা।


কোথায় দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-২০?


ক্রিকেটপ্রেমীরা এক নয়, একাধিক চ্যানেলে দুই দেশের বিশ ওভারের এই দ্বৈরথ দেখা যাবে। স্পোর্টস ১৮ নেটওয়ার্ক এবং কালার্স সিনেপ্লেক্সের চ্যানেলে সরাসরি এই ম্যাচ দেখানো হবে।


অনলাইনে কীভাবে দেখবেন অনুষ্ঠান?


টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-২০ ম্যাচ সরাসরি জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে দেখতে পারবেন। এছাড়া ম্যাচের সমস্ত লাইভ আপডেট পাবেন এবিপি লাইভ বাংলাতেও।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফির আগে ভারতীয় 'এ' দলের হয়েও ব্যর্থ রাহুল, রান পেলেন না অভিমন্যু ঈশ্বরণও