IND vs SL Live: অভাবনীয় ব্যাটিং ধস, রোহিতের বিধ্বংসী হাফসেঞ্চুরি সত্ত্বেও, দ্বিতীয় ওয়ান ডেতে হার ভারতের

IND vs SL, 2nd ODI: আগের ম্য়াচে তিন স্পিনার খেলিয়েছিল ভারত। কুলদীপ যাদবের সঙ্গে স্পিনার অলরাউন্ডার অক্ষর পটেল ও ওয়াশিংটন সুন্দরও খেলেছিলেন একাদশে।

ABP Ananda Last Updated: 04 Aug 2024 10:06 PM
IND vs SL Live Score Update: শ্রীলঙ্কার জয়

বোঝাপড়ার ভুল। তিন রানে রান আউট হলেন অর্শদীপ সিংহ। ২০৮ রানেই অল আউট হয়ে গেল ভারত। ৩২ রানে ম্যাচ জিতে সিরিজ়ে ১-০ এগিয়ে গেল শ্রীলঙ্কা।

IND vs SL Live Score: আসালঙ্কার দ্বিতীয় সাফল্য

অক্ষরকে আউট করেছিলেন, এবার ওয়াশিংটন সুন্দরকেও আউট করলেন চরিথ আসালঙ্কা। ১৯০ রানে আট উইকেট হারিয়ে হতাশাজনক হারের মুখে ভারত।

IND vs SL Live Score Update: ইনিংস সামলাচ্ছেন অক্ষর

পরপর উইকেট হারানের পর ভারতীয় ইনিংসকে খানিকটা স্থিরতা প্রদান করেছেন অভর পটেল এবং ওয়াশিংটন সুন্দর। দুইজনে ৩৩ রান যোগ করে ফেলেছেন। অক্ষর ৪৪ এবং ওয়াশিংটন ১২ রানে ব্যাটিং করছেন। ৩১ ওভার শেষে ভারতের স্কোর ১৮০/৬।  

IND vs SL Live Score: রাহুলও আউট

তাসের ঘরের মতো ভাঙছে ভারতীয় মিডল অর্ডার। ষষ্ঠ উইকেট পেলেন ভ্যান্ডারসে। ২৪ ওভার শেষে ভারতের স্কো ১৫০/৬।

IND vs SL Live Score Update: পাঁচ সাফল্য

হাসারাঙ্গার বদলে সুযোগ পাওয়া জেফ্রি ভ্যান্ডারসে পাঁচটি উইকেট পেলেন। এবার তাঁর শিকার শ্রেয়স আইয়ার। তবে অক্ষর পটেল বেশ ভাল ছন্দে রয়েছে। গত ম্যাচে তাঁর সঙ্গে ৫০ রানের পার্টনারশিপ গড়া কেএল রাহুল রয়েছেন ক্রিজে। ২৩ ওভার শেষে ভারতের স্কোর ১৪৭/৫। অক্ষর ২৪ রানে ব্যাটিংরত। এখনও খাতা খোলেননি রাহুল। 

IND vs SL Live Score: ভ্যান্ডারসের ভেল্কি

ভ্যান্ডারসের ভেল্কির জাদু অব্যাহত। ২৬ রানের ব্যবধানে চতুর্থ উইকেট হারাল ভারত। চারটি উইকেটই নিয়েছেন ভ্যান্ডারসে। এবার তাঁর শিকার বিরাট কোহলি। ২০ ওভার শেষে ভারতের স্কোর ১২৮/৪।

IND vs SL Live Score Update: জোড়া ধাক্কা

ভ্যান্ডারসের স্পিন বুঝতে ব্যর্থ শিবম দুবে। খাতা খোলার আগেই ফিরলেন তিনি। একই ওভারে দুই উইকেট নিলেন তিনি। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ১১৭/৩।

IND vs SL Live Score: দ্বিতীয় উইকেটের পতন

স্লিপে ঝাঁপিয়ে এক হাতে অনবদ্য ক্যাচ ধরলেন কামিন্দু মেন্ডিস। ৩৫ রানে ফিরলেন শুভমন গিল। ভ্যান্ডারসে ম্যাচের দ্বিতীয় সাফল্য পেলেন। ১১৬ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।

IND vs SL Live Score Update: কোহলির জীবনদান

১১ রানে জীবনদান পেলেন বিরাট কোহলি। অখিলা ধনঞ্জয়ের বিরুদ্ধে আম্পায়ার তাঁকে এলবিডব্লু আউট দিলেও, বল তাঁর ব্যাটে লাগায় ডিআরএসে সিদ্ধান্ত বদল হয়। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ১১০/১।

IND vs SL Live Score: রোহিত আউট

দুরন্ত ছন্দে দেখানো রোহিত রিভার্স স্যুইপ মারতে গিয়েই সাজঘরে ফিরলেন। ৯৭ রানে প্রথম উইকেট হারাল ভারতীয় দল।

IND vs SL Live Score Update: রোহিতের হাফসেঞ্চুরি

মাত্র ২৯ বলে হাফসেঞ্চুরি হাঁকালেন রোহিত শর্মা। কামিন্দু মেন্ডিসের বিরুদ্ধে ছক্কা মেরে ৫০-র গণ্ডি পার করলেন রোহিত। ১০ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৭৬ রান।

IND vs SL Live Score: ৫০ পার

সপ্তম ওভারেই ৫০ রানের গণ্ডি পার করে ফেলল ভারতীয় দল। ১৬তম বার গিল ও রোহিত ওয়ান ডেতে ৫০ রান যোগ করলেন। ৭ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫০ রান। 

IND vs SL Live Score Update: ভাল শুরু

বেশ ভাল ছন্দেই ইনিংসের শুরুটা করেছেন দুই ভারতীয় ওপেনার রোহিত ও শুভমন। ৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৯। রোহিত ১৬ ও শুভমন ১২ রানে ব্যাট করছেন। 

IND vs SL Live Score: শ্রীলঙ্কার সংগ্রহ ২৪০/৯

শেষ ১০ ওভারে তিন উইকেটের বিনিময়ে উঠল ৭৯ রান। ৫০ ওভারে ২৪০/৯ ইনিংস শেষ করল শ্রীলঙ্কা।

IND vs SL Live Score Update: অনবদ্য রান আউট

দুরন্ত ফিল্ডিং শ্রেয়স আইয়ারের। ৫০তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি লাইন থেকে ডাইরেক্ট হিটে ৪০ রানে আউট করলেন কামিন্দু মেন্ডিসকে।

IND vs SL Live Score: ফিরলেন ওয়ালালাগে

ক্যাচ মিস করেছিলেন শিবম দুবে। তবে কুলদীপের বলে ওয়ালালাগের ক্যাচ ধরে ভারতকে সাফল্য এনে দিলেন সেই দুবেই। ভাঙল ৭২ রানের সপ্তম উইকেটের পার্টনারশিপ। ৩৯ রানে ফিরলেন ওয়ালালালাগে। ২০৮ রানে সপ্তম উইকেট হারাল শ্রীলঙ্কা।

IND vs SL Live Score Update: পরপর ওভারে সাফল্য

ওয়াশিংটনের বিরুদ্ধে জীবনদান পেয়েছিলেন। তবে ঠিক পরের ওভারেই কুলদীপের হাতে ক্য়াচ দিয়ে বসলেন লিয়ানাগে। তার পরের ওভারেই ওয়াশিংটন ২৫ রানে ফেরালেন লঙ্কান অধিনায়ক আসালঙ্কাকে। ৩৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৪৪/৬।

IND vs SL Live Score: লিয়ানাগের জীবনদান

১১ রানে জীবনদান পেলেন লিয়ানাগে। ওয়াশিংটন সুন্দরের বলে আম্পায়ার তাঁকে আউট দিলেও ডিআরএসে দেখা যায় বল লিয়ানাগের ব্যাটে বা দস্তানায় নয়, প্যাডে লেগে কিপারের হাতে গিয়েছে। ৩২ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৩৫/৪।  

IND vs SL Live Score Update: ভারতীয় স্পিনারদের দাপট

ভারতীয় দলকে লড়াইয়ে ফেরাচ্ছেন স্পিনাররা। দুই সেট ব্যাটারকে আউট করেছিলেন ওয়াশিংটন সুন্দর। এবার সাফল্য পেলেন অক্ষর পটেল। সাদিরা সামারাবিক্রমাকে ১৪ রানে ফেরালেন তিনি। ৩০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১২৯/৪।

ওয়াশিংটনের দ্বিতীয় সাফল্য

ম্যাচে নিজের দ্বিতীয় সাফল্য় পেলেন ওয়াশিংটন সুন্দর। আভিষ্কার পর সেট কুশল মেন্ডিসকেও ৩০ রানে ফেরালেন ভারতীয় অফস্পিনার। ২১ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর  ৮৬/৩। আসালঙ্কা সাত রানে ব্যাট করছেন। সামারবিক্রমা নিজের খাতা খুলতে পারেননি এখনও।   

IND vs SL Live Score Update: ভাঙল পার্টনারশিপ

৭৪ রানের দুরন্ত পার্টনারশিপ ভাঙল। ভারতকে ম্যাচে দ্বিতীয় সাফল্য এনে দিলেন ওয়াশিংটন সুন্দর। ৪০ রানে ফেরালেন আভিষ্কা ফার্নান্ডোকে। ১৭ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৭৪/২।

IND vs SL Live Score: ৬ ওভারে শ্রীলঙ্কার স্কোর ২৪/১

৬ ওভারে ২৪ রান বোর্ডে তুলল শ্রীলঙ্কা ১ উইকেটের বিনিময়ে। 

IND vs SL Live Score Update: প্রথম বলেই উইকেট নিলেন সিরাজ

ম্য়াচের প্রথম বলেই দুরন্ত মহম্মদ সিরাজ। ফিরিয়ে দিলেন পাথুম নিশাঙ্কাকে। কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে খাতা খোলার আগেই ফিরে গেলেন লঙ্কা ওপেনার। 

IND vs SL Live Score: শ্রীলঙ্কা একাদশে পরিবর্তন

ভারতের একাদশ অপরিবর্তিত থাকলেও শ্রীলঙ্কা শিবিরে একাদশে দুটো পরিবর্তন হয়েছে। দলে ঢুকেছেন কামিন্দু মেন্ডিস ও জেফরে ভ্যানডারসে।

প্রেক্ষাপট

কলম্বো: প্রথম ওয়ান ডে টাই হয়েছিল। তাই কলম্বোয় দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কাকে (IND vs SL 2nd ODI) হারিয়ে সিরিজ়ে লিড নিতে মরিয়া হয়েই মাঠে নেমেছিল ভারতীয় দল। অনেকটা প্রথম ওয়ান ডের মতোই এই ম্যাচের প্রথম ইনিংসেও লঙ্কান লোয়ার অর্ডার ব্যাটাররা দুরন্ত লড়াই করলেন। নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ২৪০ রান তুলল শ্রীলঙ্কা। ভারতের হয়ে সর্বাধিক তিন উইকেট নিলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)।


রোহিত শর্মার (Rohit Sharma) দুরন্ত হাফসেঞ্চুরি। ২৪১ রান তাড়া করতে নেম ওপেনিংয়ে শুভমন গিলের সঙ্গে ৯৭ রান যোগ করেন ভারতীয় অধিনায়ক। তাও ৩২ রানে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে  হারতে হল ভারতীয় দলকে। সৌজন্য়ে জেফ্রি ভ্যান্ডারসে (Jeffrey Vandersay)। ছয় ছয়টি উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংয়ে ধস নামান লঙ্কান স্পিনার। সিরিজ়ে ১-০ এগিয়ে গেল দ্বীপরাষ্ট্র।


৯৭ রানের ওপেনিং পার্টনারশিপ সত্ত্বেও ১১১ রানে দশ উইকেট হারিয়ে হতাশাজনকভাবে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরাজিত হল ভারতীয় দল। সাত ম্যাচ পরে ওয়ান ডেতে টিম ইন্ডিয়াকে হারাল শ্রীলঙ্কা। সব ঠিকঠাক থাকলে ভ্যান্ডারসের কিন্তু এই ম্যাচ খেলারই কথা ছিল না। প্রথম ওয়ান ডেতে ওয়ানিন্দু হাসারাঙ্গার চোট তাঁকে দলে সুযোগ পাইয়ে দেয়। প্রথম সারির চার ফাস্ট বোলারের চোট এবং হাসারাঙ্গার অনুপস্থিতিতে এই ম্যাচে পাঁচ স্পিনার নিয়ে মাঠে নামে দ্বীপরাষ্ট্র। সেই পরিকল্পনা যে তাঁদের কাজেই লেগেছে তা বলাই বাহুল্য।


তবে ভারতীয় ইনিংসের শুরুটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভাবে হয়েছিল। যতক্ষণ রোহিত শর্মা ব্যাট করছিলেন, ততক্ষণ নিশ্চিন্তে ছিল টিম ইন্ডিয়ার সাজঘর। দুরন্ত গতিতে জয়ের দিকেই এগোচ্ছিল ভারতীয় দল। মাত্র ২৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন ভারতীয় অধিনায়ক। তবে ৬৪ রানে রোহিত আউট হতেই ব্যাটিং ধস নামে। গিল (৩৪), বিরাট কোহলি (১৪), শিবম দুবে (০), শ্রেয়স আইয়ার (৭), কেএল রাহুলদের (০) সকলকে একে একে সাজঘরে ফেরত পাঠান ভ্যান্ডারসে। 


১৪৭ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় ব্যাটিংকে অক্ষর পটেল এবং ওয়াশিংটন সুন্দর খানিক অক্সিজেন প্রদান করেন। সপ্তম উইকেটে দুইজনে যোগ করেন ৩৮ রান। তবে অক্ষর ৪৪ রানে আউট হওয়ার পর আর তেমন কেউ লড়াই করতে পারেননি। ২০৮ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভ্যান্ডারসের ছয় উইকেটের পাশাপাশি তিন উইকেট নেন লঙ্কান অধিনায়ক চরিথ আসালঙ্কা। তিন ম্যাচের সিরিজ়ের প্রথম ম্যাচ টাই হয়েছিল। এই ম্যাচ শ্রীলঙ্কা জিতল। তাই ভারতের সিরিজ় জয়ের আশা কিন্তু শেষ হয়ে গেল। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.