IND vs SL Live: ৭ উইকেটে ম্য়াচ জিতে সিরিজও ঝুলিতে পুরল টিম ইন্ডিয়া
IND vs SL Live Score: প্রথম টি-টোয়েন্টিতে ৪৩ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামবে সূর্যকুমার যাদবের দল।
৭ উইকেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় ভারতের। সিরিজও ঝুলিতে পুরল সূর্যকুমার যাদবের দল।
ভারতের তৃতীয় উইকেটের পতন। ১৫ বলে ৩০ রান করে ফিরলেন যশস্বী জয়সওয়াল। ভারতের ম্য়াচ জিততে চাই আর ১২ বলে ৬ রান।
ভারতের দ্বিতীয় উইকেটের পতন। ১২ বলে ২৬ রান করে প্য়াভিলিয়নে ফিরলেন সূর্যকুমার যাদব।
দ্রুত রান তুলছেন সূর্যকুমার ও জয়সওয়াল। ভারত অধিনায়ক ১০ বলে ২০ রান করে অপরাজিত। জয়সওয়াল ১৩ বলে ২৪ রান করে নট আউট রয়েছেন। ভারতের জিততে চাই ২৪ বলে ৩৩ রান।
কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরলেন সঞ্জু স্য়ামসন। থিকসানার শিকার হলেন তিনি।
২ ওভারের পাওয়ার প্লে। একজন বোলার সর্বাধিক ২ ওভার বল করতে পারবেন।
ভারতের নতুন লক্ষ্যমাত্রা ৮ ওভারে ৭৮ রান। ১০.৪৫-এ শুরু হবে ফের খেলা।
ভারতের ব্যাটিং শুরুর তিন বল হতেই খেলা বন্ধ হয়ে গেল। আবার শুরু হল বৃষ্টি। মাঠ ছাড়লেন ক্রিকেটার ও আম্পায়াররা।
২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ১৬১ রানই তুলতে পারল শ্রীলঙ্কা। রবি বিষ্ণোই ৩ উইকেট নিলেন।
পরপর ২ বলে দুটো উইকেট তুলে নিলেন রবি বিষ্ণোই। প্রথমে শনাকা ও পরে হাসারাঙ্গাকে ফেরালেন।
শ্রীলঙ্কার তৃতীয় উইকেটের পতন। কামিন্দু মেন্ডিস হার্দিক পাণ্ড্যর বলে রিঙ্কু সিংহের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন।
১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৯ রান বোর্ডে তুলে নিল শ্রীলঙ্কা। ক্রিজে আছেন কুশল পেরেরা ও কামিন্দু মেন্ডিস।
শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটের পতন। রবি বিষ্ণোইয়ের বলে ৩২ রান করে পাথুম নিশাঙ্কা লেগবিফোর হয়ে ফিরলেন।
শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন। অর্শদীপ সিংহের বলে রবি বিষ্ণোইয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন কুশল মেন্ডিস।
প্রথম ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ১০ রান তুলল শ্রীলঙ্কা। ক্রিজে আছেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস।
ঘাড়ের ব্যথার কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলছেন না শুভমন গিল। তাঁর পরিবর্তে দলে ঢুকলেন সঞ্জু স্যামসন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন সূর্যকুমার যাদব।
প্রেক্ষাপট
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (IND vs SL) ৪৩ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় দল। প্রথমে ব্যাট করে ২১৩ রান বোর্ডে তোলার পর বল হাতে টিম ইন্ডিয়া শুরুটা খুব ভাল না করলেও, ইনিংসের দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফিরে আসেন ভারতীয় বোলাররা। দলকে এনে দেন কাঙ্খিত জয়। তবে ম্যাচ হারলেও, শ্রীলঙ্কার আগ্রাসী ক্রিকেটের প্রশংসাই করলেন সূর্যকুমার।
২১৪ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কান দলের শুরুটা ভাল হওয়ার প্রয়োজন ছিল। পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিসের দৌলতেই ঠিক সেটাই করে দ্বীপরাষ্ট্র। ওপেনিংয়ে ৮৪ রান যোগ করেন কুশল ও পাথুম। তবে মিডল এবং লোয়ার অর্ডার সম্পূর্ণ ব্যর্থ। প্রথম চারজন বাদে কোনও লঙ্কান ব্যাটার দুই অঙ্কের রান অবধি করতে পারেননি। অধিনায়ক চরিথ আসালঙ্কাসহ মোট তিনজন লঙ্কান ব্যাটার খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। তাও কিন্তু ভারতীয় অধিনায়ক প্রতিপক্ষের প্রশংসাই করলেন। উল্টে নিজেদের কিছুটা ভাগ্যবানই মনে করছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -