তিরুঅনন্তপুরম: শ্রীলঙ্কার বিরুদ্ধে বরাবরই বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট কথা বলে। চলতি সিরিজের প্রথম ম্যাচেও দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন বিরাট। দ্বিতীয় ওয়ান ডেতে অবশ্য চার রানেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। গত ম্যাচে ব্যর্থ হলেও, তিরুঅনন্তপুরমে তৃতীয় ম্যাচে (IND vs SL 3rd ODI) ফের একবার অনবদ্য শতরান হাঁকালেন বিরাট কোহলি। অপরাজিত ১৬৬ রানের অনবদ্য ইনিংস এল কোহলির ব্যাট থেকে।
এটি কোহলির কেরিয়ারের ৪৬তম ওয়ান ডে আন্তর্জাতিক শতরান। ৮৫ বলে নিজের কেরিয়ারের ৭৪তম আন্তর্জাতিক শতরান হাঁকালেন বিরাট। এই শতরানের সুবাদেই সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সর্বকালীন এক রেকর্ডও ভেঙে ফেললেন তিনি। এটি ঘরের মাঠে বিরাটের ২১তম শতরান। এই শতরানের সুবাদেই সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ঘরের মাঠে সর্বাধিক শতরানের কৃতিত্ব নিজের নামে করে ফেললেন কোহলি। পাশাপাশি মাহেলা জয়বর্ধনেকে পিছনে ফেলে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহকও হয়ে যান কোহলি।
জয়বর্ধনেকে পিছনে ফেলতে ৬৩ রান করার দরকার ছিল। কোহলি ১৬৬ রান করায় স্বাভাবিকভাবেই জয়বর্ধনেকে পিছনে ফেললেন বিরাট। বিরাটের ইনিংস ১৩টি চার ও আটটি ছক্কা হাঁকান। কোহলি এর আগে কোনও ওয়ান ডে ইনিংসে এত ছক্কা হাঁকাননি। সেই অর্থে এটিও একটি ব্যক্তিগত রেকর্ড।