গায়ানা: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে চার রানে পরাজিত হয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও (IND vs WI 2nd T20) সেই পরাজয়ই জুটল ভারতের ভাগ্যে। আশা জাগিয়েও সাত বল বাকি থাকতে দুই উইকেটে পরাজিত হতে হল টিম ইন্ডিয়াকে। এই ম্যাচের পরেই হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) অধিনায়কত্ব নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।


বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দল ভারত সাত নম্বর দল ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে বর্তমানে ২-০ পিছিয়ে রয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে নিকোলাস পুরানের ঝোড়ো ব্যাটিংয়ের পর ১৬তম ওভারে অসামান্য বোলিং করে ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন যুজবেন্দ্র চাহাল। ওভারের প্রথম বলে রোমারিও শেপার্ড শূন্য রানে রান আউট হন। এরপর ওই ওভারেই যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) শূন্য রানে হোল্ডার ও ২২ রানে হেটমায়ারকে সাজঘরে ফেরত পাঠান। ওভারে মাত্র দুই রানের বিনিময়ে তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ়।


এই দুরন্ত ওভারের পরেও চাহালের চার ওভার সম্পূর্ণ করাননি অধিনায়ক হার্দিক। চাহালের বদলে অর্শদীপ সিংহকে ১৮তম ওভারে বল করতে ডেকে নেন হার্দিক। তিন ওভারে ১৯ রানের বিনিময়ে দুই উইকেট নিয়েই ম্যাচ শেষ করেন চাহাল। হার্দিকের এই সিদ্ধান্তেই অবাক দুই ভারতীয় প্রাক্তনী রবিন উথাপ্পা (Robin Uthappa) এবং অভিনব মুকুন্দ (Abhinav Mukund)।


মুকুন্দ বলেন, 'দশ বারের মধ্যে দশ বারই ওই সময় চাহালকে দিয়ে বল করিয়ে ওখানেই ম্যাচ শেষ করার চেষ্টা করা উচিত ছিল। বিশেষ করে যখন ওখানে আলজারি জোসেফ ব্যাটিং করছিল। আমি মানছি ওই সময় ক্রিজে একজন বাঁ-হাতি ব্যাটার (আকিল হোসেন) উপস্থিত ছিল। কিন্তু আগের ওভারে চাহালই তো হেটমায়ারকে আউট করে। উপরন্তু, ওইদিক থেকে বল করলে বাঁ-হাতি ব্যাটারের জন্য বাউন্ডারিটা বেশ বড় ছিল, তাতে চাহালের সুবিধাই হত।' 


উথাপ্পাও এই সিদ্ধান্তে হতবাক। 'আমি বিস্মিত। আমি বুঝে উঠতে পারছি না যে একজন বোলার এক ওভারে তিন উইকেট নেওয়ার পর তাকে কোন যুক্তিতে আরেক ওভার বল না করানোর সিদ্ধান্ত নেওয়া হল। চাহাল লোয়ার অর্ডারের ব্যাটারদের বিরুদ্ধে কী করে বল করতে হয়, সেই বিষয়ে সিদ্ধহস্ত।' বলেন প্রাক্তন ভারতীয় ব্যাটার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: প্রথম দুই আন্তর্জাতিক ম্যাচেই দুরন্ত ব্যাটিং, দ্রাবিড়, হার্দিককেই কৃতজ্ঞতা জানাচ্ছেন তিলক