নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একজন সফল কোচ হিসেবে না, ভারতকে একটি সফল দল তৈরি করাই তাঁর লক্ষ্য। নিজের লক্ষ্য সম্পর্কে জানিয়ে দিলেন গৌতম গম্ভীর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে আকাশ চোপড়াকে দেওয়া সাক্ষাৎকারে নিজের উদ্দেশ্য সম্পর্কে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ।  

Continues below advertisement

ভারতীয় ক্রিকেটের কোচ হওয়ার পর থেকে কুড়ির ফর্ম্য়াটে সবচেয়ে সফল হয়েছেন গম্ভীর। কিন্তু টেস্ট ফর্ম্য়াটে সেভাবে সাফল্য পাননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্য়াচের টেস্ট সিরিজে হেরেছিল ভারত গম্ভীরের কোচিংয়ে। অস্ট্রেলিয়ার মাটিতেও হেরে যায় টিম ইন্ডিয়া। একমাত্র ইংল্য়ান্ড সিরিজে ২-২ ড্র করেছিল দল। ওয়েস্ট ইন্ডিদের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। দিল্লি টেস্টের আগে গম্ভীর বলেন, ''টি-টোয়েন্টি ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াটের ক্য়াপ্টেন শুভমন গল। আমি নই।''

বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ওপেনার আরও বলেন, ''সূর্য যেমন ধরণের ব্যক্তিত্ব, এমন ক্রিকেটারই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে প্রয়োজন। দলের প্রয়োজনে যে কোনও পজিশনে ব্যাটিং করতে, যে কোনও পজিশনে ফিল্ডিং করতে তৈরি থাকে সবসময়। আমার সঙ্গে সূর্যর প্রথম যে কথা হয়েছিল, তা ছিল আমরা হারতে ভয় পাব না। আমি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একজন সফল কোচ হতে চাই না। কিন্তু আমি চাই আমাদের দল বিশ্বের সবচেয়ে ভয়ডরহীন ক্রিকেট দল হােক। আমি যদি এভাবে ভাবি যে একটা সফল দল তৈরি করার, তাহলে সবাই ভয়ডরহীন ক্রিকেট খেলা শুরু করবে। দলও ভাল ফল করবে। আক্রমণাত্মক অ্য়াপ্রোচ দরকার ভীষণভাবে।''

Continues below advertisement

কুলদীপের নজির

এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্য়ে সবচেয়ে বেশি ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন। টেক্কা দিলেন ইংল্য়ান্ডের কিংবদন্তি স্পিনার জনি ওয়ার্ডলেকে। মাত্র ১৫ টেস্ট সময় নিলেন কুলদীপ পাঁচবার ইনিংসে পাঁচ উইকেট নিতে। জনি এই নজির গড়তে সময় নিয়েছিলেন ২৮ টেস্ট। কিন্তু কুলদীপ ১৫ ম্য়াচ সময় নিলেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পিনার পল অ্য়াডামস ৪৫ টেস্ট সময় নিয়েছিলেন ইনিংসে পাঁচবার পাঁচ উইকেট নিতে। চলতি টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি কুলদীপ এই মুহূর্তে। তাঁর নামের পাশে ৯ উইকেট জ্বলজ্বল করছে এই মুহূর্তে। এখনও পর্যন্ত ১৫ ম্য়াচে ৬৫ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন কুলদীপ। ২০১৭ সালে প্রথমবার টেস্টে অভিষেক হয় চায়নাম্য়ান কুলদীপের। প্রথম ইনিংসেউইকেট হারিয়ে ৫১৮ রান বোর্ডে তুলে ডিক্লেয়ার করেছিল ভারত। ভারতের থেকে ২৭০ রান পিছিয়ে ২৪৮ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ় প্রথম ইনিংস