IND vs WI, 2nd Test LIVE: দুরন্ত ওপেনিং পার্টনারশিপের পর দ্বিতীয় সেশনে ৪ উইকেট নিয়ে ম্যাচে ফিরল ওয়েস্ট ইন্ডিজ

India vs West Indies, Day 1 Live Score: দুই ম্যাচের টেস্ট সিরিজে আপাতত ১-০ এগিয়ে রয়েছে ভারতীয় দল।

ABP Ananda Last Updated: 21 Jul 2023 01:07 AM

প্রেক্ষাপট

পোর্ট অফ স্পেন: পোর্ট অফ স্পেনে ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) দ্বিতীয় টেস্ট দুই দলের একশোতম দ্বৈরথ হতে চলেছে। এখনও পর্যন্ত একে অপরের বিরুদ্ধে ৯৯টি...More

IND vs WI Live: ইনিংস সামলাচ্ছেন বিরাট-জাডেজা

পর পর উইকেট হারানোর পর ভারতের ইনিংস সামলাচ্ছেন কোহলি ও রবীন্দ্র জাডেজা। কোহলি বর্তমানে ২৩ ও জাডেজা ৪ রানে ব্যাট করছেন। ৫৬ ওভার শেষে ভারতের স্কোর ১৯১/৪।