IND vs WI, 2nd Test LIVE: দুরন্ত ওপেনিং পার্টনারশিপের পর দ্বিতীয় সেশনে ৪ উইকেট নিয়ে ম্যাচে ফিরল ওয়েস্ট ইন্ডিজ

India vs West Indies, Day 1 Live Score: দুই ম্যাচের টেস্ট সিরিজে আপাতত ১-০ এগিয়ে রয়েছে ভারতীয় দল।

ABP Ananda Last Updated: 21 Jul 2023 01:07 AM
IND vs WI Live: ইনিংস সামলাচ্ছেন বিরাট-জাডেজা

পর পর উইকেট হারানোর পর ভারতের ইনিংস সামলাচ্ছেন কোহলি ও রবীন্দ্র জাডেজা। কোহলি বর্তমানে ২৩ ও জাডেজা ৪ রানে ব্যাট করছেন। ৫৬ ওভার শেষে ভারতের স্কোর ১৯১/৪।

IND vs WI Live Score: চতুর্থ উইকেটের পতন

১৮২ রানে চতুর্থ উইকেট হারাল ভারতীয় দল। আট রানে গ্যাব্রিয়েলের বলে আউট হন অজিঙ্ক রাহানে। তিনি আউট হওয়ার পরেই চা বিরতি ঘোষণা করা হয়।   

IND vs WI Live: ইনিংস গড়ছেন রাহানে-কোহলি

ভারতীয় দল পরপর তিন উইকেট হারানোর পর ইনিংস গড়ার কাজ করছেন বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে। বিরাট বর্তমানে ১৪ ও রাহানে ৫ রানে ব্যাট করছেন। ৪৭ ওভার শেষে ভারতের স্কোর ১৭৪/৩।

IND vs WI Live Score: শতরান হাতছাড়া রোহিতের

দূরন্ত ফর্মে থাকা রোহিত শর্মা নাগাড়ে দ্বিতীয় ম্যাচে শতরান হাঁকানোর সুযোগ হাতছাড়া করলেন। ভারতীয় অধিয়নায়ককে ৮০ রানেই সাজঘরে ফেরত পাঠালেন জমেল ওয়ারিকান।

IND vs WI Live: ফের ব্যর্থ শুভমন

আবারও লাল বলের ক্রিকেটে বড় রান করতে ব্যর্থ হলেন শুভমন গিল। কিমার রোচের বলে মাত্র ১০ রানে সাজঘরে ফিরলেন তিনি। ১৫৩ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারতীয় দল। বর্তমানে রোহিত ৭৮ রানে ব্যাট করছেন। তাঁকে যোগ দিতে ক্রিজে নেমেছেন বিরাট কোহলি।

IND vs WI Live Score: প্রথম সাফল্য

৫৭ রানে সাজঘরে ফিরলেন যশস্বী জয়সওয়াল। ওয়স্ট ইন্ডিজকে প্রথম সাফল্য এনে দিলেন জেসন হোল্ডার। ১৩৯ রানে ভাঙল ভারতের ওপেনিং পার্টনারশিপ। 

IND vs WI Live: ভাল শুরু

লাঞ্চের পরের ওভারের শুরুটাও ভালভাবে করলেন রোহিত। শ্যানন গ্যাব্রিয়েলের বলে চার মারেন রোহিত। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ১২৫ রান।

IND vs WI Live Score: যশস্বীর অর্ধশতরান

রোহিতের মতো অর্ধশতরান হাঁকালেন যশস্বী জয়সওয়ালও। ২৬ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১২১। রোহিত ৬৩ ও যশস্বী ৫২ রানে ব্যাট করছেন।  

IND vs WI Live: রোহিতের অর্ধশতরান

কেমার রোচের বলে ছক্কা হাঁকিয়ে দুরন্ত অর্ধশতরান পূরণ করলেন রোহিত শর্মা। নাগাড়ে দ্বিতীয় শতরানের পার্টনারশিপ গড়লেন যশস্বী ও রোহিত। ২১ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১০১। রোহিত ৬১ ও যশস্বী ৩৫ রানে ব্যাট করছেন।

IND vs WI Live Score: অর্ধশতরানের পার্টনারশিপ

ওপেনিংয়ে ফের একবার অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেললেন যশস্বী ও রোহিত। ১৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫৭ রান। যশস্বী ২৬ ও রোহিত ২৭ রানে ব্যাট করছেন।

IND vs WI Live: ওপেনারদের আগ্রাসী শুরু

ইনিংসের শুরুটা বেশ আগ্রাসী মেজাজেই করেছেন দুই ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা। সাত ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৯ রান। বর্তমানে রোহিত ১০ ও ১৬ রানে ব্যাট করছেন।  

IND vs WI Live Score: চোট পেয়েছেন শার্দুল

শার্দুল ঠাকুরের কুঁচকিতে চোট থাকায় বাধ্য হয়েই তাঁকে একাদশের বাইরে রাখতে হয়েছে বলে জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কার্ক ম্যাকেঞ্জি অভিষেক ঘটাচ্ছেন।

IND vs WI Live: মুকেশের অভিষেক

ভারতের হয়ে টেস্ট অভিষেক ঘটাচ্ছেন বাংলার মুকেশ কুমার। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের।

IND vs WI Live Score: বিরাট কোহলির মাইলস্টোন

এই টেস্টেই মাত্র চতুর্থ ভারতীয় হিসাবে বিরাট কোহলি ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন। 

প্রেক্ষাপট

পোর্ট অফ স্পেন: পোর্ট অফ স্পেনে ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) দ্বিতীয় টেস্ট দুই দলের একশোতম দ্বৈরথ হতে চলেছে। এখনও পর্যন্ত একে অপরের বিরুদ্ধে ৯৯টি টেস্ট খেলেছে দুই দল। রেকর্ডের বিচারে ভারত পিছিয়ে। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৩০টি টেস্ট। ভারত ২৩টি। ৪৬টি ম্যাচ ড্র হয়েছে।


তবে পোর্ট অফ স্পেনে জিতলে বা ড্র করলে টেস্ট সিরিজ নিজেদের ঝুলিতে পুরে নেবে টিম ইন্ডিয়া। প্রথম টেস্ট জিতে ১-০ এগিয়ে গিয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)।


তবে এবার রেকর্ড ভারতের পক্ষে। দীর্ঘ ২১ বছর ভারতকে টেস্টে হারাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধে ক্যারিবিয়ানদের শেষ জয় এসেছিল ২০০২ সালে। যখন চলতি সিরিজের প্রথম ম্যাচের সেরা যশস্বী জয়সওয়ালের বয়স ছিল ৫ মাস!


তারপর থেকে দুই দল একে অপরের বিরুদ্ধে ২৪টি টেস্ট খেলেছে। ভারত জিতেছে ১৫টি ম্যাচে। ৯টি ম্যাচ ড্র হয়েছে। প্রথম টেস্টে ভারত যেভাবে দাপট দেখিয়ে মাত্র তিনদিনে ইনিংস ও ১৪১ রানে জিতেছে, তাতে দ্বিতীয় টেস্টেও যে ক্রেগ ব্র্যাথওয়েটদের সামনে অগ্নিপরীক্ষা অপেক্ষা করে রয়েছে, বলাই বাহুল্য।





তবে কুইন্স পার্ক ওভালের পিচ বরাবরই পেসারদের বাড়তি সাহায্য় করে। তাই ডমিনিকার মতো কেক ওয়াক নাও হতে পারে ভারতীয় ব্যাটারদের। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ - দুই দলই পরের ৫ মাসে কোনও টেস্ট খেলবে না। তাই এই ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের ভাল জায়গায় রাখতে বদ্ধপরিকর থাকবে দুই দলই।


এই টেস্টের দল থেকে রেমন রিফারকে বাদ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর পরিবর্তে অভিষেক হতে পারে কার্ক ম্যাকেঞ্জির। জ়োমেল ওয়ারিকান বা রাহকিম কর্নওয়ালের পরিবর্তে শ্যানন গ্যাব্রিয়েলকেও খেলাতে পারে ওয়েস্ট ইন্ডিজ়। বুকের সংক্রমণে আক্রান্ত কর্নওয়াল পুরোপুরি সুস্থ না হলে অফস্পিনার অলরাউন্ডার কেভিন সিনক্লেয়ারকেও দেখা যেতে পারে তাঁর পরিবর্তে।


অন্যদিকে, রোহিত জানিয়ে দিয়েছেন যে, ভারতীয় দলে ব্যাপক কোনও পরিবর্তন হবে না। ঈশান কিষাণকেই হয়তো খেলানো হবে উইকেটকিপার হিসাবে। ভারতীয় দল অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।





 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.