IND vs WI, 2nd Test LIVE: শেষলগ্নে অশ্বিনের অর্ধশতরান, ৪৩৮ রানে প্রথম ইনিংস শেষ করল ভারত

India vs West Indies, Day 2 Live Score: বর্তমানে ৮৭ রানে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি। তাঁকে সঙ্গ দিচ্ছেন ৩৬ রানে ব্যাট করা রবীন্দ্র জাডেজা।

ABP Ananda Last Updated: 21 Jul 2023 11:54 PM

প্রেক্ষাপট

পোর্ট অফ স্পেন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের (IND vs WI 2nd Test) প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২৮৮/৪। দিনের প্রথম দুটো সেশন ভারতের থাকলেও তৃতীয় সেশনে দুর্দান্তভাবে ম্য়াচে কামব্যাক...More

IND vs WI Live: অল আউট ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আর অশ্বিনের ব্যাটিং রেকর্ড দুর্দান্ত। ফের একবার ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি। কেরিয়ারের ১৪তম টেস্ট অর্ধশতরান হাঁকালেন অশ্বিন। তবে অর্ধশতরানের পরেই কিমার রোচ অশ্বিনের স্টাম্প ভেঙে দেন। ৫৬ রানে আউঠ হন অশ্বিন। ৪৩৮ রানে শেষ ভারতের ইনিংস।