IND vs WI, 2nd Test LIVE: শেষলগ্নে অশ্বিনের অর্ধশতরান, ৪৩৮ রানে প্রথম ইনিংস শেষ করল ভারত
India vs West Indies, Day 2 Live Score: বর্তমানে ৮৭ রানে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি। তাঁকে সঙ্গ দিচ্ছেন ৩৬ রানে ব্যাট করা রবীন্দ্র জাডেজা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আর অশ্বিনের ব্যাটিং রেকর্ড দুর্দান্ত। ফের একবার ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি। কেরিয়ারের ১৪তম টেস্ট অর্ধশতরান হাঁকালেন অশ্বিন। তবে অর্ধশতরানের পরেই কিমার রোচ অশ্বিনের স্টাম্প ভেঙে দেন। ৫৬ রানে আউঠ হন অশ্বিন। ৪৩৮ রানে শেষ ভারতের ইনিংস।
বড় শট মারতে গিয়ে ওয়ারিকানের বলে সাত রানে স্টাম্প আউট হলেন জয়দেব উনাদকাট। ৪১৬ রানে অষ্টম উইকেট হারাল ভারত।
সাত উইকেট হারিয়ে ৪০০ রানের গণ্ডি পার করল ভারতীয় দল। বর্তমানে ১১৭ ওভার শেষে ভারতের স্কোর সাত উইকেটের বিনিময়ে ৪০১। অশ্বিন ২৪ ও জয়দেব উনাদকাট ২ রানে ব্যাট করছেন।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতীয় দল ২৪ ওভারে ৮৫ রান তুলল। গত রাতে অপরাজিত থাকা দুই ব্যাটার বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজাই প্রথম সেশনে সাজঘরে ফেরেন। সেশন শেষে ভারতের স্কোর ৩৭৩/৬।
৬১ রানে রবীন্দ্র জাডেজাকে সাজঘরে ফেরত পাঠালেন কিমার রোচ। জাডেজার ব্যাটের কাণায় লেগে বল কিপার দস্তানাবদ্ধ করলেও, আম্পায়র প্রথমে নট আউটের সিদ্ধান্ত দেন। তবে ব্রাথওয়েট ডিআরএস নেওয়ায় সিদ্ধান্ত বদল হয়। ৩৬০ রানে ষষ্ঠ উইকেট হারাল ভারত।
রান আউট হয়ে শেষ হল কোহলির শতরানের ইনিংস। ১২১ রানে সাজঘরে ফিরলেন তিনি।
৫০০তম ম্যাচে দুরন্ত শতরান হাঁকালেন বিরাট কোহলি। ২৯তম আন্তর্জাতিক টেস্ট শতরান হাঁকালেন বিরাট।
দ্বিতীয় দিনের প্রথম ওভারে শ্যানন গ্যাব্রিয়েলের বিরুদ্ধে দুই রান তুলল ভারতীয় দল। কোহলি ও জাডেজা, উভয়েই এক রান করে করেন।
টেস্টের প্রথম দিনে ৮৭ রানের ইনিংসের সুবাদেই মোট আন্তর্জাতিক রানের বিচারে জ্য়াক কালিসকে পিছনে ফেলেছেন কোহলি। তিনিই এখন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক।
মাত্র চতুর্থ ভারতীয় হিসাবে ত্রিনিদাদেই নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন বিরাট কোহলি। আর এই ম্যাচেই শতরানের হাতছানি রয়েছে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির সামনে। তিনি প্রথম দিনের খেলাশেষে বর্তমানে ৮৭ রানে অপরাজিত রয়েছেন।
প্রেক্ষাপট
পোর্ট অফ স্পেন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের (IND vs WI 2nd Test) প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২৮৮/৪। দিনের প্রথম দুটো সেশন ভারতের থাকলেও তৃতীয় সেশনে দুর্দান্তভাবে ম্য়াচে কামব্যাক করে ওয়েস্ট ইন্ডিজ। শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে বিরাট কোহলি (Virat Kohli)। তিনি ৮৭ রানে অপরাজিত রয়েছেন প্রথম দিনের শেষে। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা। তিনি ৩৬ রানে অপরাজিত রয়েছেন। তবে ৮০ রানে আউট হয়ে শতরানের সুযোগ মিস করেন রোহিত শর্মা।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ১০০ তম টেস্ট এটি। আর এই ঐতিহাসিক টেস্টে নিজের টেস্ট কেরিয়ারের অভিষেক করেন মুকেশ কুমার। ঘরোয়া ক্রিকেটে বাংলার জার্সিতে খেলেন মুকেশ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও খেলতে দেখা গিয়েছেন আইপিএলে মুকেশকে। ডেথ ওভারে দুর্দান্ত বোলিংও করেছিলেন। যার জন্য ডাক পেয়েছিলেন জাতীয় দলের টেস্ট ফর্ম্যাটে। গতকাল সুযোগ চলে আসে অভিষেকের। প্রথম দিনের শেষে ৮৭ রানে ব্য়াট করছেন বিরাট। ৩৬ রানের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাডেজা।
দিনের শুরুতে ভারতীয় ওপেনার যশস্বী নাগাড়ে দ্বিতীয় টেস্ট ইনিংসে অর্ধশতরানের গণ্ডি পার করেন বটে, তবে তিনি গত ম্যাচের মতো এ ম্যাচে শতরান হাঁকাতে পারেননি। ৫৭ রানে আউট হন যশস্বী। শুভমন গিল ফের একবার ব্যাট হাতে ব্যর্থ হন। তাঁর সংগ্রহ মাত্র ১০ রান। ভারতীয় দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানেও আট রানের বেশি করতে পারেননি। দিনের প্রথম সেশনে কোনও উইকেট না হারালেও, দ্বিতীয় সেশনে ৬১ রানের বিনিময়ে চার উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে আসে ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ সেশনে ফের একবার ভারতের ব্যাটিং বিক্রম দেখা যায়। বিনা উইকেটেই ভারত ১০৬ রান তোলে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -