IND vs WI, 2nd Test LIVE: বৃষ্টির জেরে সময়ের আগেই নেওয়া হল চায়ের বিরতি, ৩০১ রানে এগিয়ে ভারত

India vs West Indies, Day 2 Live Score: ভারতের হয়ে মুকেশ ও জাডেজা দুইটি করে উইকেট নিয়েছেন।

ABP Ananda Last Updated: 24 Jul 2023 12:09 AM

প্রেক্ষাপট

পোর্ট অফ স্পেন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২২৯ রান বোর্ডে তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। ভারত প্রথম ইনিংসে ৪৩৮ রান তুলে নিয়েছিল। সেই...More

IND vs WI Live Updates: সময়ের আগেই চায়ের বিরতি

বৃষ্টির জেরে সময়ের আগেই চায়ের বিরতি নিয়ে নেওয়া হয়েছে। তাই শেষ সেশন তিন ঘণ্টা ১৫ মিনিটের হবে। দিনে সর্বোচ্চ আরও ৪৮ ওভার বল করা হতে পারে। স্থানীয় সময় অনুযায়ী দুপুর ২.৪৫ মিনিটে খেলা শুরু হবে।