IND vs WI, 2nd Test LIVE: বৃষ্টিতে ভেস্তে গেল পঞ্চম দিনের খেলা, ড্র হল ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় টেস্ট ম্যাচ

India vs West Indies, Day 5 Live Score: ম্যাচের শেষদিন জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ়কে আট উইকেটে আরও ২৮৯ রান করতে হবে।

ABP Ananda Last Updated: 25 Jul 2023 12:28 AM
IND vs WI Live Score: সত্যি হল আশঙ্কা

আশঙ্কাই সত্যি হল। বৃষ্টিতে ভেস্তে গেল পঞ্চম দিনের খেলা। ড্র হল দ্বিতীয় টেস্ট। ১-০ সিরিজ জিতল ভারত।

IND vs WI Live Score Update: ভারতীয় সমর্থকদের জন্য দুঃসংবাদ

ভারতীয় সমর্থকদের জন্য দুঃসংবাদ। ফের একবার বৃষ্টি শুরু হয়েছে ত্রিনিদাদে। আবারও কভারে ঢাকা পড়ল পিচ।

IND vs WI Live Score: শুরু হল না খেলা

যে সময় বলা হয়েছিল, সেই সময় খেলা শুরু করা সম্ভব হল না। তবে বর্তমানে বৃষ্টি হচ্ছে না। আশা করা যায়, শীঘ্রই খেলোয়াড়রা মাঠে নামতে পারবেন।

IND vs WI Live Score Update: শুরু হচ্ছে খেলা

অবশেষে খুশির খবর। স্থানীয় সময় দুপুর ১.১৫ (ভারতীয় সময় অনুযায়ী রাত ১০.৪৫)-তে খেলা শুরু হবে।

IND vs WI Live Score: থেমেছে বৃষ্টি

প্রায় ঘণ্টা দু'য়েক বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকার পর অবশেষে খুশির খবর। থেমেছে বৃষ্টি। আকাশে মেঘ সরে সূর্যেরও দেখা মিলেছে। মূল পিচ থেকে ইতিমধ্যেই কভার সরেছে। এমন পরিস্থিতি বহাল থাকলে শীঘ্রই খেলা শুরু হতে পারে। 

IND vs WI Live Score Update: ফের বাড়ল বৃষ্টি

মাঝে বৃষ্টি কিছুটা কমেছিল বটে। তবে ফের একবার বৃষ্টির প্রভাব বেড়ে গিয়েছে। খেলা এখনও শুরু হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।

IND vs WI Live Score: বৃষ্টিতে পিছিয়ে গেল ম্যাচ শুরু

গতকাল বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছিল, আজও দিনের শুরুতে বরুণদেব বিঘ্ন ঘটালেন। ত্রিনিদাদে আপাতত বৃষ্টি কমলেও, খেলা শুরু হতে বেশ খানিকটা সময় লাগবে।

প্রেক্ষাপট

পোর্ট অফ স্পেন: প্রথম টেস্টে ভারত একপেশেভাবে জিতলেও, প্রশ্নের মুখে পড়েছিল টিম ইন্ডিয়ার (Team India) মন্থর ব্যাটিং। অনেকে বলাবলি করেছিলেন, বাজ়বলের যুগে এখনও রক্ষণাত্মক মানসিকতা আগলে রয়েছে ভারত।


দ্বিতীয় টেস্টে অবশ্য সাহসী সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে ১৮১/২ স্কোরে ইনিংস ডিক্লেয়ার করে দিলেন। ঈশান কিষাণের (Ishan Kishan) হাফসেঞ্চুরি সম্পূর্ণ হতেই। ওয়েস্ট ইন্ডিজ়ের চেয়ে ৩৬৪ রানের লিড নিয়ে (Ind vs WI)। ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে হলে ওয়েস্ট ইন্ডিজ়কে তুলতে হবে ৩৬৫ রান, এই পরিস্থিতিতে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ক্যারিবিয়ানদের স্কোর ৭৬/২। জোড়া উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজ়কে চাপে রাখলেন আর অশ্বিন।


আজ, সোমবার ম্যাচের শেষ দিন। ম্যাচ জিতে সিরিজ ২-০ ব্যবধানে পকেটে পুরতে ভারতকে তুলতে হবে ৮ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ়ের সামনেও রয়েছে সমতা ফেরানোর সুযোগ। তার জন্য ক্যারিবিয়ানদের তুলতে হবে আরও ২৮৯ রান। রুদ্ধশ্বাস পঞ্চম দিনে শেষ হাসি হাসবে কোন শিবির?


ম্যাচের চতুর্থ দিন আগ্রাসী ব্যাটিং করলেন ঈশান। টি-টোয়েন্টি ক্রিকেটের ঢঙে সাবলীল শট খেলেন ঝাড়খণ্ডের ক্রিকেটার। মাত্র ৩৪ বলে অপরাজিত ৫২ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও জোড়া ছক্কা। টেস্টে তাঁর প্রথম হাফসেঞ্চুরি। তাঁর সঙ্গে ৩৭ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন শুভমন গিল। যিনি প্রথম টেস্টের দুই ইনিংসে ও চলতি টেস্টের প্রথম ইনিংসে রান পাননি। ওপেনিং ছেড়ে যিনি এই সিরিজে ব্যাট করছেন তিন নম্বরে। অনেকে বলাবলি শুরু করেছিলেন, নিজের পছন্দের ব্যাটিং পোজিশন হারিয়ে কি ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন পাঞ্জাবের ডানহাতি ব্যাটার? রোহিত অবশ্য প্রথম টেস্টের আগে জানিয়েছিলেন যে, শুভমন নিজেই তিন নম্বরে ব্যাট করার ইচ্ছেপ্রকাশ করেছেন। পোর্ট অফ স্পেনে তাঁর অপরাজিত ইনিংস কিছুটা হলেও মনোবল বাড়াবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।


ক্রেগ ব্র্যাথওয়েট (২৮) ও কার্ক ম্যাকেঞ্জিকে (০) ফিরিয়ে দিয়েছেন অশ্বিন। ক্রিজে আছেন তেজনারায়ণ চন্দ্রপল (২৪ ব্যাটিং)। তাঁর সঙ্গে জার্মেইন ব্ল্যাকউড (২০ ব্যাটিং)। শেষ দিন হাড্ডাহাড্ডি দ্বৈরথের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.