নয়াদিল্লি: দেশের জার্সিতে ৫০ টেস্ট খেলে ফেলেন জসপ্রীত বুমরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের একাদশে বুমরার নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই এই নজির গড়ে ফেললেন তারকা ডানহাতি পেসার। শুধু টেস্ট ফর্ম্য়াটেই নয়। প্রথম ভারতীয় পেসার হিসেবে ক্রিকেটের তিনটি ফর্ম্য়াটেই ৫০ বা তার বেশি সংখ্যক ম্য়াচ খেলার নজির গড়লেন গুজরাতের এই পেসার।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে দুটো ম্য়াচেই খেলছেন বুমরা। প্রথম টেস্টেও একাদশে ছিলেন। দ্বিতীয় টেস্টেও একাদশে রয়েছেন। যদিও নয়াদিল্লিতে এখনও মাঠে নামার সুযোগ পাননি। কারণ ভারত প্রথমে ব্যাটিং করছে। বুমরার আগে কোনও ভারতীয় পেসার ক্রিকেটের তিনটি ফর্ম্য়াটে ৫০ বা তার বেশি ম্যাচ খেলেননি। এমনকী ভারতীয় ক্রিকেটের বোলিং ডিপার্টমেন্টের কথা উঠলেই যে মুখগুলো ভেসে আসে, সেই কপিল দেব, জাহির খান, অনিল কুম্বলে, হরভজন সিংহের মত ব্যক্তিত্বরাও এই নজির গড়তে পারেননি।
এশিয়া কাপে অংশ নিয়েছিলেন। ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের সিরিজে মাত্র তিনটি টেস্টেই খেলেছিলেন। সব ম্য়াচে খেলেননি তিনি। এশিয়া কাপেও ভারতের বোলিং ডিপার্টমেন্টের অন্য়তম কারিগর ছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজেও দলে রাখা হয়েছে বুমরাকে। তবে শুধুমাত্র টি-টোয়েন্টি ফর্ম্য়াটের জন্যই দলে রাখা হয়েছে তাঁকে। ওয়ান ডে সিরিজের দলে নেই ডানহাতি পেসার। এখনও পর্যন্ত ৫০ টেস্ট, ৮৯ ওয়ান ডে ও ৭৫টি টি-টোয়েন্টি ম্য়াচ দেশের জার্সিতে খেলেছেন বুমরা।
দিল্লিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাটে নেমে ভারতীয় ওপেনার কেএল রাহুল ও যশস্বী দেখেশুনেই শুরুটা করেন। ওয়েস্ট ইন্ডিজ় বোলারদের প্রথম ঘণ্টা প্রাপ্য সম্মান দেন তাঁরা। তবে বেলা যত গড়ায় ততই ভারতীয় ব্যাটারদের দাপটও বাড়তে থাকে। প্রতিপক্ষকে চাপে ফেলার শুরুটা করেন কেএল রাহুল। ওয়েস্ট ইন্ডিজ় স্পিনারদের বিরুদ্ধে স্টেপ আউট করে বড় শট হাঁকানোর চেষ্টা করেন তিনি। ছক্কা মারেনও, তবে সেই চেষ্টাতেই ৩৮ রানে জমেল ওয়ারিকানের বলে স্টাম্পডও হন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ন। অবশ্য যশস্বী থামেননি। তিনি সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার কাজ চালিয়ে যান। যশস্বী ১৪৫ বলে নিজের সপ্তম টেস্ট শতরান হাঁকিয়ে ফেলেন। ২৩ বছর বয়সে টেস্ট ওপেনার হিসাবে কেবল গ্রেম স্মিথের দখলেই এতগুলি শতরান ছিল। তবে স্মিথের থেকে দুই কম, ৪৮ ইনিংসে সাতটি সেঞ্চুরি করলেন যশস্বী। সাই ৮৭ রানে ফেরেন। শতরান মিস করেন। জয়সওয়াল দিনের শেষে ১৭৫ রানে অপরাজিত। গিল ২০ রানে অপরাজিত।