মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে একবারও খেলার সুযোগ পাননি। কিন্তু এশিয়া কাপ টি-টোয়েন্টি (Asia Cup T20 2025) ফর্ম্য়াটে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। বল হাতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। আগামীকাল থেকে শুরু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেখানে আদৌ কি খেলার সুযোগ পাবেন কুলদীপ? প্রথম টেস্টের প্রথম একাদশে কি দেখা যাবে চায়নাম্য়ানকে? কী বলছেন অধিনায়ক শুভমন?

Continues below advertisement

এশিয়া কাপে সাতটি ম্য়াচ খেলে ১৭ উইকেট নিয়েছেন। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন কুলদীপ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন শুভমন গিল। তিনি জানিয়েছিলেন যে কুলদীপ ইংল্য়ান্ডের মাটিতে দুর্ভাগ্যজনকভাবে সুযোগ পাননি। সেখানকার আবহাওয়া ও পিচ এমন ছিল যে দলের ভারসাম্য বজায় রাখার জন্য কুলদীপকে সুযোগ দেওয়া সম্ভব হয়নি।

ভারত অধিনায়ক আরও বলেন, ''ভারতীয় দলের স্পিন আক্রমণ বরাবর শক্তিশালী। কুলদীপ যাদবের মত উন্নতমানের স্পিনার রয়েছে দলে। ইংল্যান্ডে ও খেলতে পারেনি। এটা সত্যিই দুর্ভাগ্যজনক। ভারতের মাটিতে টেস্ট খেললে আমরা মূলত চার স্পিনারে খেলাতেই পারি। সেক্ষেত্রে জাডেজা, অক্ষর, কুলদীপ ও ওয়াশিংটন রয়েছে দলে।'' অর্থাৎ গিলের কথায় এটুকু পরিষ্কার যে কুলদীপকে প্রথম একাদশে দেখা যেতেই পারে আমদাবাদ টেস্টে। 

Continues below advertisement

সদ্য এশিয়া কাপ জিতে দেশে ফিরেছে ভারতীয় দল। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে সেই দলের থেকে গিল ও কুলদীপ একমাত্র টেস্ট স্কোয়াডে রয়েছেন। তারা সরাসরি আমদাবাদ পৌঁছে গিয়েছেনম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে ভারত অধিনায়ক জানালেন, ''এখানকার আবহাওয়ার বিষয়টা মাথায় রয়েছে আমাদের। তৃতীয় সিমার নেওয়ার ভাবনা চিন্তাও করছি। কিন্তু চূড়ান্ত দল বৃহস্পতিবার সকালেই জানতে পারা যাবে। খেলার দিন সকালে মাঠে নামার পরই একাদশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।''

গিল আরও বলেন, ''আমরা উন্নত মানের ক্রিকেটটা খেলতে চাই। গত কয়েক বছরে ভারতের মাটিতে টেস্ট সিরিজ যতগুলো হয়েছে, বেশিরভাগ ম্য়াচেই পাঁচ দিনে খেলা যায়নি। এই দিকটা আমরা ভেবে দেখেছি। ইংল্য়ান্ডের মাটিতে আমরা সব খেলাই একটু গভীর পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলাম। এবার নিজেদের দেশের মাটিতে খেলা। কিন্তু আমি কোনওকিছুই সহজভাবে নিচ্ছি না। আমাদের দলে অনেক প্রতিভা রয়েছে। যে কোনও পরিস্থিতি থেকে ম্য়াচ নিজেদের দিকে নিয়ে আসার ক্ষমতা রয়েছে আমাদের।''