নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্য়াচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ইনিংস ও ১৪০ রানের ব্য়বধানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। সিরিজে এই মুহূরেতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টটি আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ক্লিন স্যুইপ করার সুযোগ থাকছ ভারতের সামনে।
অরুণ জেটলি স্টেডিয়াম যার আগের নাম ছিল ফিরোজ শাহ কোটলা। এই মাঠে কিছু স্মরণীয় ব্য়াটিং পারফরম্যান্স দেখা গিয়েছে বিগত কয়েক বছরে। এই মাঠে টেস্ট ফর্ম্য়াটে সর্বাধিক রানের মালিক সচিন তেন্ডুলকর। এই মাঠে ১০টি টেস্ট খেলে ১৯ ইনিংসে ৭৫৯ রান করেছেন মাস্টার ব্লাস্টার। ৪২.১৬ গড়ে ব্যাটিং করেছেন। দুটো সেঞ্চুরি ও চারটি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। এখানকার পিচে তাঁর সর্বোচ্চ রান ১২২।
সচিনের পরে দ্বিতীয় স্থানে আছেন দিলীপ বেঙ্গসরকর। আট ম্য়াচে ৬৭১ রান করেছেন। ৬৭.১০ গড়ে চারটি শতরান হাঁকিয়েছিলেন তিনি। সুনীল গাওস্কর এই মাঠে ৯ ম্যাচে ৬৬৮ রান করেছিলেন। রাহুল দ্রাবিড় আট ম্য়াচে ৬৩৫ রান করেছেন। সৌরভ গঙ্গোপাধ্য়ায় সাত ইনিংসে ৫৮২ রান করেছেন।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে ভারত?
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করতে নেমেছিলেন গিলরা। প্রথম ইনিংসে ১৬২ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় দল ইনিংস ডিক্লেয়ার দেয় যখন, তখন তাঁদের স্কোর ৫ উইকেটের বিনিময়ে ৪৪৮ রান। কে এল রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাডেজা তিনজন সেঞ্চুরি হাঁকান। প্রথম ইনিংসেই ২৮৬ রানের লিড নিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৪৬ রানে অল আউট হয়ে যায় রস্টন চেজের দল। কিন্তু এত বড় ব্যবধানে জিতেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তিন নম্বরেই রয়েছে এখনও ভারত। জয়ের শতকরা হার যদিও ৪৬.৬৭ থেকে বেড়ে হয়েছে ৫৫.৫৬। এই তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাঁদের জয়ের শতকরা হার ১০০। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার জয়ের শতকরা হার ৬৬.৬৭ শতাংশ। অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ ম্যাচ খেলে তিনটিই জিতেছে। শ্রীলঙ্কা দুটো খেলে ১টি ম্য়াচ জিতেছে। ভারতীয় দল ৬টি ম্যাচ খেলে তিনটি জিতেছে ২টো হেরেছে ও ১টি ড্র করেছে।