IND vs ZIM Live: শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৪২ রানে জয় ছিনিয়ে নিল ভারত

IND vs ZIM, 5th T20 Live: অভিষেক শর্মা দ্বিতীয় ম্য়াচে সেঞ্চুরি হাঁকানোয় সেখানেও সুযোগ পাননি। কিন্তু গতকাল ৯৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন যশস্বী জয়সওয়াল। 

ABP Ananda Last Updated: 14 Jul 2024 07:53 PM
IND vs ZIM Live Score: শেষ টি-টোয়েন্টিতেও জয় ভারতের

১২৫ রানে অল আউট হয়ে গেল জিম্বাবোয়ে। ৪২ রান শেষ টি-টোয়েন্টেতেও জয় ছিনিয়ে নিল ভারত। 

IND vs ZIM Live Score Update: সাত উইকেট হারাল জিম্বাবোয়ে

দ্রুত উইকেট হারাচ্ছে জিম্বাবোয়ে। সাতজন ব্যাটার প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। জিম্বাবোয়ের স্কোর ১৫.২ ওভারে ৯৫/৭।

IND vs ZIM Live Score: জিম্বাবায়ের আরও এক উইকেটের পতন

জিম্বাবোয়ের চতুর্থ উইকেটের পতন। শিবম দুবের বলে ক্য়াচ আউট হয়ে ফিরলেন ডিয়ন মায়ের্স।

IND vs ZIM Live Score Update: জিম্বাবোয়ের তৃতীয় উইকেটের পতন

২৭ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হয়ে ফিরলেন মারুমানি। জিম্বাবোয়ের তৃতীয় উইকেটের পতন।

IND vs ZIM Live Score: ৬ ওভারে জিম্বাবোয়ের স্কোর ৪৭/২

৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৭ রান বোর্ডে তুলে নিল জিম্বাবোয়ে। 

IND vs ZIM Live Score Update: প্রথম শিকার মুকেশের

রান তাড়া করতে নেমে প্রথম উইকেট খোয়ালো জিম্বাবোয়। মুকেশ কুমার তুলে নিলেন জিম্বাবোয়ের ওপেনার ওয়েসলি মাধেভেরের উইকেট। 

IND vs ZIM Live Score: ভারতের স্কোর ২০ ওভারে ১৬৭/৬

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান বোর্ডে তুলল। ১১ রান করে অপরাজিত থাকলেন রিঙ্কু সিংহ। অর্ধশতরান স্যামসনের।

IND vs ZIM Live Score Update: অর্ধশতরান স্যামসনের

নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতরান হাঁকালেন সঞ্জু স্যামসন। 

IND vs ZIM Live Score: আউট পরাগ

২২ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রিয়ান পরাগ। ভারতের চতুর্থ উইকেটের পতন।

IND vs ZIM Live Score Update: ৮ ওভারে ভারতের স্কোর ৫৬/৩

৭ ওভারে ৫০ এর গণ্ডি পেরল ভারত। ৩ উইকেট খুইয়েছে তারা। ক্রিজে আছেন স্যামসন ও পরাগ। 

IND vs ZIM Live Score: আউট গিল

ভারতের তৃতীয় উইকেটের পতন। ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন শুভমন গিল। নাগারাভার বলে সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। 

IND vs ZIM Live Score Update: আউট অভিষেক

ভারতের দ্বিতীয় উইকেটের পতন। ১৪ রান করে মুজারাবানির বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন অভিষেক শর্মা।

IND vs ZIM Live Score: আউট জয়সওয়াল

প্রথম ওভারেই উইকেটের পতন ভারতের। ১২ রান করে প্য়াভিলিয়নে ফিরলেন যশস্বী জয়সওয়াল।

IND vs ZIM Live Score Update: প্রথমে ব্যাটিং ভারতের

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজার। ব্যাটিং পেল ভারত। একাদশে ফিরলেন মুকেশ ও পরাগ।

IND vs ZIM Live Score: আজ সিরিজের শেষ ম্য়াচ

আজ ভারত বনাম জিম্বাবোয়ে পঞ্চম টি-টোয়েন্টি ম্য়াচ। সিরিজ ইতিমধ্যেই ৩-১ ব্যবধানে এগিয়ে ও জিতে নিয়েছে ভারত।

প্রেক্ষাপট

প্রথম ম্যাচে হারের পরই একটা জেদ চেপে গিয়েছিল গোটা দলের। পাল্টা প্রত্যাঘাতের জন্য তৈরি ছিল তরুণ ভারতীয় দল। ক্লিন স্যুইপ না হলেও আজ পঞ্চম টি-টোয়েন্টি ম্য়াচ জিতে শেষটাও ভাল করতে চাইবে ভারতীয় শিবির। উল্টোদিকে সিকান্দার রাজার দলের কাছে সম্মান রক্ষার লড়াই। ঘরের মাঠে সিরিজ খোয়ালেও শেষ টি-টোয়েন্টিতে জিতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করবে জিম্বাবোয়ে।


টিভির সামনে বসার সুযোগ না থাকলে হতাশ হবেন না। স্মার্টফোনেও দেখতে পাবেন ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচটি। সোনি লিভে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ থাকছে।


প্রথম ম্য়াচে সুযোগ আসেনি। অভিষেক শর্মা দ্বিতীয় ম্য়াচে সেঞ্চুরি হাঁকানোয় সেখানেও সুযোগ পাননি। কিন্তু গতকাল ৯৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন যশস্বী জয়সওয়াল। রোহিত, বিরাট পরবর্তী জমানা যে যশস্বী কাঁধে করে এগিয়ে নিয়ে যেতে পারবেন ভারতীয় দলকে, তা বোঝাই যাচ্ছে। চলতি সিরিজে প্রত্যেক প্লেয়ারই সুযোগ পেয়েছেন একাদশে।


আজকের ম্য়াচ জিতলে কফিনে শেষ পেরেকটি পোঁতা হয়ে যাব। ব্যাট হাতে হোক বা বল হাতে এই সফরে যে যে প্লেয়াররা যখনই সুযোগ পেয়েছেন নিজেদের জাত চিনিয়েছেন। রিঙ্কু সিংহ প্রথম ম্য়াচে আউট হয়ে গিয়েছিলে। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় ম্য়াচে পরপর ভাল পারফর্ম করেছেন ব্যাট হাতে। গতকাল তো তিনটি ক্যাচও লুফেছেন। শুধুমাত্র রিয়ান পরাগের ব্যাট চলেনি। আজ সুযোগ পেলে রানের মধ্যে ফিরতে চাইবেন আইপিএলে রাজস্থানের জার্সিতে খেলা এই তরুণ। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.