হারারে: দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে ৭ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তার এক সপ্তাহের মধ্যে ফের টি-২০ দ্বৈরথে নেমে পড়ছে টিম ইন্ডিয়া। লড়াই এবার আফ্রিকার মাটিতে। ভারতের প্রতিপক্ষ?


জ়িম্বাবোয়ে। তাদের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে ভারত। বিশ্বচ্যাম্পিয়ন হিসাবে প্রথমবার টি-২০ ম্যাচে নামবে ভারত (India vs Zimbabwe)। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। ৬ জুলাই থেকে শুরু হবে সিরিজ। তবে টি-২০ বিশ্বকাপের দল নয়, বরং এক ঝাঁক নতুন মুখ দেখা যাবে ভারতীয় শিবিরে।


টি-২০ বিশ্বকাপের দলে স্ট্যান্ড বাই হিসাবে ছিলেন শুভমন গিল। কোনও ম্যাচেই তিনি খেলার সুযোগ অবশ্য পাননি। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে তিনিই ভারতীয় দলের অধিনায়ক। বিশ্বকাপ জিতেই রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছে।  টি-২০ ফর্ম্যাটে নতুন করে ভারতীয় দল তৈরি করে নেওয়াই লক্ষ্য জাতীয় নির্বাচকদের। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে দলে রাখা হয়েছে যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেলের মতো একাধিক প্রতিশ্রুতিমান তরুণকে।


২০১৬ সালের পর এই প্রথম ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে টি-২০ সিরিজ খেলবে জ়িম্বাবোয়ে। সোমবার যে সিরিজের জন্য দল ঘোষণা করেছে জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ড। সিকন্দর রাজ়াকে দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। যিনি পাঞ্জাব কিংসের হয়ে গত আইপিএলে খেলেছিলেন। ২০২৪ সালের মে মাসে বাংবাদেশের বিরুদ্ধে শেষ কোনও টি-২০ সিরিজ খেলেছিল জ়িম্বাবোয়ে। সেই সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ৮ উইকেটে জিতেছিল জ়িম্বাবোয়ে। ভারতের তরুণ দলের বিরুদ্ধে কেমন খেলেন সিকন্দর রাজ়ারা, দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।


ভারত-জ়িম্বাবোয়ে টি-২০ সিরিজের সূচি



  • প্রথম টি-২০ - ৬ জুলাই, শনিবার, হারারে, বিকেল ৪.৩০

  • দ্বিতীয় টি-২০ - ৭ জুলাই, রবিবার, হারারে, বিকেল ৪.৩০

  • তৃতীয় টি-২০ - ১০ জুলাই, বুধবার, হারারে, রাত ৯.৩০

  • চতুর্থ টি-২০ - ১৩ জুলাই, শনিবার, হারারে, বিকেল ৪.৩০

  • পঞ্চম টি-২০ - ১৪ জুলাই, রবিবার, হারারে, বিকেল ৪.৩০


কোথায় দেখবেন ম্যাচ?


টিভিতে ভারত বনাম জ়িম্বাবোয়ে সব ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। মোবাইল ফোনে সোনি লিভ (Sony LIV) অ্যাপেও দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।


আরও পড়ুন: বাংলা দলে ঋদ্ধিমান, সুদীপ, সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুললেন বাদ পড়া ক্রিকেটার



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।