দুবাই: আইপিএলটা হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) জন্য খানিকটা দুঃস্বপ্নের মতোই কেটেছিল। ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তো উঠেইছিল, সমালোচনা হয়েছিল অধিনায়কত্ব নিয়েও। উপরন্তু, স্ত্রী নাতাশার সঙ্গে হার্দিকের বিবাহবিচ্ছেদের খবর শিরোনাম কেড়ে নিয়েছিল। সেইসব সমালোচনাকে পিছনে ফেলে ইতিহাস গড়ে ফেললেন হার্দিক। প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসাবে আইসিসির বিচারে টি-টোয়েন্টি ফর্ম্যাটে এক নম্বর অলরাউন্ডার হলেন হার্দিক।


সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়েই (ICC Rankings) শীর্ষস্থান অর্জন করেছেন হার্দিক। তিনি অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে যুগ্মভাবে বর্তমানে এক নম্বর টি-টোয়েন্টি অলরাউন্ডার। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভারতীয় দলের লোয়ার অর্ডারে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি ইনিংস খেলেছেন। ১৫০-র অধিক স্ট্রাইক রেটে করেছিলেন মোট ১৪৪ রান। শুধু তাই নয়, বল হাতেও বেশ নজর কাড়েন তারকা ভারতীয় অলরাউন্ডার। মোট ১১টি উইকেট আসে তাঁর দখলে।


 






ফাইনালে তো ম্যাচের মোড় ঘোরানোর তাঁর বড় অবদান ছিল। বিধ্বংসী মেজাজে ব্যাট করা ক্লাসেন এবং মারকাটারি ডেভিড মিলারকে আউট করেন তিনি। তাঁর ভাল পারফরম্যান্সের সুফলও পেয়ে গেলেন হার্দিক।


গত বছর ডিসেম্বরে মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের জায়গা নেন হার্দিক। এই ফ্র্যাঞ্চাইজি অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেন হার্দিকের ঘাড়ে। যা নিয়ে কম সমালোচনার ঝড় ওঠেনি। বিষয়টি মেনে নিতে পারেননি শুধু মুম্বই ইন্ডিয়ান্সের ভক্তরাই নন, আরও অনেকেই। কিন্তু বিশ্বকাপ জয়ের পর সেই বিভেদও মিটে যেতে দেখা যায়।


ফাইনালে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসের বাঁধ ভাঙে টিম ইন্ডিয়ার প্রত্যেক সদস্যের। আনন্দে কেঁদে ফেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ও সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্য। আরও একটা ফ্রেমবন্দি মুহূ্র্ত পড়ল ধরা পড়েE। ম্যাচ শেষে তখন সাক্ষাৎকার দিচ্ছেন হার্দিক। সেইসময় রোহিত এগিয়ে এসে তাঁর গালে চুমু খেয়ে জয় উদযাপন করেন। যে মুহূর্ত ভারতীয় ক্রিকেট দলের অগুণিত ভক্ত মনে গেঁথে রাখবে সারাজীবন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: জাতীয় দলের হয়ে প্রথম সফর, নিজেদের স্বপ্নপূরণের অভিজ্ঞতা ব্যক্ত করলেন অভিষেক, পরাগরা