চেন্নাই: মাটিতে একবারে শুয়ে পড়ে অভিবন সেলভি। ছবি তোলার এমন হিড়িক সচরাচর দেখা যায় না। তবে চিপকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা দলের তৃতীয় টি-টোয়েন্টি (INDW vs SAW) ম্যাচ শেষে এমনই ছবি দেখা গেল।


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় ১-১ ড্র হওয়ার পরে একসঙ্গে ট্রফি নিয়ে উদযাপন করে ভারত ও দক্ষিণ আফ্রিকার মহিলা দল। তারপরেই জেমাইমা রডরিগেজ় একেবারে মাটিতে শুয়ে পড়ে দুই দলের সব ক্রিকেটারদের নিয়ে এক অভিনব সেলফি তোলেন। সেই ছবি বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হয়।


 






চেন্নাইয়ে প্রবল বৃষ্টিতে ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ভেস্তে গিয়েছিল। ১-০ পিছিয়ে থাকা হরমনপ্রীতদের সিরিজ় ড্র করতে হলে তৃতীয় ম্যাচ জিততেই হত। ভারতীয় মহিলা দল শুধু ম্যাচ জিতলই না, জয় পেল একেবারে দাপুটে মেজাজে। ১০ উইকেটে লরা উলভার্টদের দুরমুশ করে সিরিজ় ড্র করল ভারত। ম্যাচে ভারতের জয়ের নায়ক পূজা বস্ত্রকর। বল হাতে ভারতীয় ফাস্ট বোলার চার চারটি উইকেট নেন।


এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা উলভার্টকে নয় রানে সাজঘরে ফিরিয়ে ভারতের হয়ে শ্রেয়ঙ্কা পাতিল শুরুটা বেশ ভালই করেন। মারিজানে কাপও ১০ রানের বেশি করতে পারেননি।  তাজ়মিন ব্রিটস প্রোটিয়াদের হয়ে খানিক লড়াই করেন। ওপেনারের সংগ্রহ ২০ রান। ৫০ রানের আগেই তিন উইকেট হারিয়ে ফেলার পর আন্নিকে বোশ ও ক্লয়ি চতুর্থ উইকেটে ১৬ রান যোগ করেন। আন্নিকে ১৭ রানের ইনিংস খেলেন। কিন্তু তারপরেই প্রোটিয়া দলের ব্যাটিং ধস নামে। পূজার পাশাপাশি রাধা যাদব তিন উইকেট নিয়ে ৮৪ রানেই প্রোটিয়াদের অল আউট করে দেয়। 


জবাবে ভারতীয় দলের দুই ওপেনারই ১১ ওভার শেষ হওয়ার আগেই দলের জয় সুনিশ্চিত করেন। শেফালি ২৭ রান করেন। স্মৃতি মান্ধানা ৫৪ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন। দাপুটে জয় পায় ভারত। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: জল্পনাই সত্যি হল, ভারতীয় দলের নতুন কোচ হলেন গৌতম গম্ভীর