মুম্বই: অবশেষে জল্পনার অবসান। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কোচ হিসাবে সরকারিভাবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম ঘোষণা করা হল। সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে বোর্ড সচিব জয় শাহই (Jay Shah) গম্ভীরের নাম নতুন কোচ হিসাবে ঘোষণা করেন।
জয় শাহ আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরেই গম্ভীরের সঙ্গে তোলা এক ছবি শেয়ার করে তাঁর মাধ্যমেই টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ হিসাবে গম্ভীরের নাম প্রকাশ করেন। তিনি লেখেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে আমি গৌতম গম্ভীরকে ভারতীয় দলের পরবর্তী কোচ হিসাবে স্বাগত জানাচ্ছি। বর্তমান যুগের ক্রিকেট আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে এবং গৌতম গোটা বিষয়টাই একেবারে সামনে থেকে চাক্ষুষ করেছেন। প্রচুর খাটাখাটানি করে নিজের গোটা কেরিয়ার জুড়েই একাধিক ভূমিকায় সাফল্য লাভ করা গৌতমই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার সঠিক কারিগর বলে আমি মনে করি।'
জয় শাহ আরও যোগ করেন, 'টিম ইন্ডিয়ার জন্য ওঁর পরিকল্পনা এবং ওঁর অভিজ্ঞতা সবথেকে আকর্ষণীয় কোচের দায়িত্ব নেওয়ার জন্য ওঁকে একেবারে যোগ্য দাবিদার বানায়। ওঁর এই নতুন সফরে বিসিসিআইয়ের সম্পূর্ণ সমর্থন রয়েছে ওঁর সঙ্গে।' পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে গম্ভীরকে। তিনি আসন্ন শ্রীলঙ্কা সফর থেকে ভারতীয় দলের দায়িত্ব নেবেন। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ২৭ জুলাই থেকে তিনটি ওয়ান ডে এবং তিনটি বিশ ওভারের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়কে শুভেচ্ছা জানিয়েই গম্ভীর লেখেন, 'আমার তেরঙ্গা, আমার জনগণ, আমার দেশের স্বার্থে কাজ করাটা পরম গৌরবের। সবার আগে আমি রাহুল দ্রাবিড় এবং তাঁর সাপোর্ট স্টাফদের দলের সঙ্গে দুরন্ত কাজ করার জন্য বাহবা জানাতেই। ভারতীয় দলের প্রধান কোচের পদে দায়িত্ব নিয়ে আমি গর্বিত এবং উচ্ছ্বসিত।' ভিভিএস লক্ষ্মণ এবং বাকি সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করতেও যে তিনি মুখিয়ে রয়েছেন, সেকথাও জানান গম্ভীর। দ্রাবিড়ের পাশাপাশি ফিল্ডিং কোচ টি দিলীপ, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরদেরও কোচের পদে দায়িত্ব শেষ হয়েছে। গম্ভীর সম্পূর্ণ নতুন সাপোর্ট স্টাফ নিয়েই কোচ হিসাবে নজর সফর শুরু করবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের ১০ দিন পর 'ওয়ার্ক ওয়াইফ'-র উদ্দেশে আবেগঘন পোস্ট বিশ্বজয়ী অধিনায়ক রোহিতের