লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে এই মুহূর্তে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। পুরুষ দলের মত মহিলা ক্রিকেট দলও এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছে। সেখানেই কনস্যুলেট জেনারেলের অফিসে ডিনার পার্টিতে উপস্থিত হয়েছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানেই পার্টি মুডে ছিলেন দু দলের প্লেয়াররা। নিজেই নিজের গিটার হাতে গান গাইলেন জেমিমা রডরিগেজ। ইয়হ আপনা দিল তো আওয়ারা...গান গাইলেন ডানহাতি ভারতীয় মহিলা ক্রিকেট ব্যাটার।
সম্প্রতি লর্ডসে সচিনের একটি বিশেষ হাতে আঁকা ছবির উন্মোচন হয়েছে। আপাতত সেই ছবি এমসিসির মিউজ়িয়ামে থাকলেও পরে তা লর্ডসের প্যাভিলিয়নে বসানো হবে। সেইদিনই সচিনকে এমসিসির মার্ক নিকোলাস হালকা খোঁচা দেন। নিকোলাস বলেন, 'লর্ডস অনার্স বোর্ডে তো তোমার নাম নেই। কী ব্যাপার? উচ্চমানের ইংরেজ বোলিংয়ের জন্যই হয়ে উঠেনি হয়তো।' তার জবাবে অত্যন্ত ভদ্রতার সঙ্গে সচিন বলেন, 'আমি ১৯৯৮ সালে একটা মেমোরিয়াল ম্যাচ খেলেছিলাম। প্রতিপক্ষে গ্লেন ম্যাকগ্রা, অ্যালেন ডোনাল্ড, শ্রীনাথ, কুম্বলে ও ম্যাকমিলান ছিল। ওদের বিরুদ্ধে আমি শতরান করেছিলাম। হ্যাঁ, সবাই অনার্স বোর্ডে নাম লেখানোর কথা ভাবে, দুর্ভাগ্যবশত হয়তো সেটা ভাগ্যে ছিল না।'
লর্ডসে অনার্স বোর্ডে নাম নেই সচিনের?
সম্প্রতি লর্ডসে সচিনের একটি বিশেষ হাতে আঁকা ছবির উন্মোচন হয়েছে। আপাতত সেই ছবি এমসিসির মিউজ়িয়ামে থাকলেও পরে তা লর্ডসের প্যাভিলিয়নে বসানো হবে। সেইদিনই সচিনকে এমসিসির মার্ক নিকোলাস হালকা খোঁচা দেন। নিকোলাস বলেন, 'লর্ডস অনার্স বোর্ডে তো তোমার নাম নেই। কী ব্যাপার? উচ্চমানের ইংরেজ বোলিংয়ের জন্যই হয়ে উঠেনি হয়তো।' তার জবাবে অত্যন্ত ভদ্রতার সঙ্গে সচিন বলেন, 'আমি ১৯৯৮ সালে একটা মেমোরিয়াল ম্যাচ খেলেছিলাম। প্রতিপক্ষে গ্লেন ম্যাকগ্রা, অ্যালেন ডোনাল্ড, শ্রীনাথ, কুম্বলে ও ম্যাকমিলান ছিল। ওদের বিরুদ্ধে আমি শতরান করেছিলাম। হ্যাঁ, সবাই অনার্স বোর্ডে নাম লেখানোর কথা ভাবে, দুর্ভাগ্যবশত হয়তো সেটা ভাগ্যে ছিল না।'
লর্ডসে ইনিংসে পাঁচ উইকেট নিলে বা শতরান হাঁকালে 'অনার্স বোর্ড'-এ নাম উঠে। সচিন নিজের বর্ণময় ক্রিকেট কেরিয়ারে কোনদিনও 'হোম অফ ক্রিকেটে' শতরান হাঁকাতে পারেননি। তাই অনার্স বোর্ডে তাঁর নাম নেই। তবে অনার্স বোর্ডে নাম না থাকলেও মাঠে এবার সচিনের আস্ত একটা ছবি বসতে চলেছে সেখানে। বৃহস্পতিবারই সচিনের ছবিটি উন্মোচিত হয়।