ফ্লোরিডা: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ের প্রথম দুই ম্যাচ হারের পর দুরন্তভাবে সিরিজে ফিরে এসেছিল ভারতীয় দল (Indian Cricket Team)। হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া জিতে নিয়েছিল পরের দুই ম্যাচ। কিন্তু শেষ ম্যাচ হতাশাই হাতে এল। সিরিজ়ের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে (IND vs WI 5th T20I) আট উইকেটে পরাজিত হয়ে সিরিজও খোয়াল ভারত। তবে এই সিরিজ পরাজয় নিয়ে খুব একটা চিন্তিত নন হার্দিক।


ভারতীয় অধিনায়কের মতে গোটা সিরিজ়ই নিজেদের পরীক্ষা করে নেওয়ার এক সুযোগ ছিল এবং সেই মর্মে যদি এক আধটা সিরিজ় হারতেও হয়, তাতে খুব একটা সমস্যা নেই। সিরিজ শেষে হার্দিক বলেন, 'আমার মতে দলগতভাবে প্রতি পদক্ষেপে আমাদের নিজেদের চ্যালেঞ্জ করা উচিত। এই প্রতিটা ম্যাটই তো নতুন কিছু শেখার সুযোগ। আমরা এই বিষয়ে কথাও বলেছি, যে যখনই যেখানে পরীক্ষা-নিরীক্ষা সম্ভব, আমরা সেটা করব। সত্যি বলতে এক্ষেত্রে যদি এক আধটা সিরিজ়ে পরাজয়টা খুব একটা চিন্তার বিষয় নয়। মূল লক্ষ্যে এগিয়ে যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ।'


ম্যাচ হারতে হলেও নিজের অধিনায়কত্ব নিয়ে খুব একটা চিন্তিত নন হার্দিক। 'আমি নির্দিষ্ট সময় ম্যাচের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিই। আগে থেকে খুব বেশি পরিকল্পনা করা আমার পছন্দ নয়। পরিস্থিতি বুঝে যা আমার করণীয় বলে মনে হয়, অধিনায়ক হিসাবে সেটাই করি।' দাবি হার্দিকের। তিনি উপরন্তু দাবি করেন যে কখনও কখনও হারাটাও প্রয়োজনীয়। অধিনায়ক বলেন, 'কখনও কখনও পরাজয়টাও গুরুত্বপূর্ণ। পরাজয় অনেক কিছু শেখায়। তবে আমাদের দলের সকল খেলোয়াড়রাই দারুণ লড়াকু মানসিকতার পরিচয় দেখিয়েছেন। হার-জিত খেলার অঙ্গ এবং আমরা এই পরাজয় থেকে যেন শিক্ষা নিই, সেটা নিশ্চিত করব।'


ম্যাচ হারের জন্য খানিকটা নিজের ব্যাটিংকেই দুষছেন ভারতের তারকা অলরাউন্ডার। 'আমরা (ব্য়াটিংয়ের সময়) ১০ ওভারের পরেই ম্যাচের রাশ হারিয়ে ফেলি। আমি ব্যাটে নেমে রানের গতি বাড়াতে ব্যর্থ হই। বাড়তি সময় নিই এবং তারপর ইনিংসটা দায়িত্ব নিয়ে শেষও করতে পারলাম না।' প্রসঙ্গত, ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচের মতো পরের বছর বিশ ওভারের বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ খেলা হবে যুক্তরাষ্ট্রে। কিন্তু সেই বিশ্বকাপ এখনও অনেকটাই দূরে। তার আগে হার্দিকের পাখির চোখ এই বছরে দেশে আয়োজিত ৫০ ওভারের বিশ্বকাপ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: হরমনপ্রীতদের শুভেচ্ছাবার্তা, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন মাস্টার ব্লাস্টার?