নাগপুর: পাঁচ মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন, আর সেই ম্যাচের প্রথম ইনিংসেই পাঁচ উইকেট। জাতীয় দলে রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) প্রত্যাবর্তনটা স্বপ্নের মতোই হয়েছে। কিন্তু দুরন্ত বোলিং করলেও, প্রথম দিনের খেলা (IND vs AUS 1st Test) শেষে জাডেজার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে অজি মিডিয়া। ভাইরাল হওয়া এক ভিডিওতে বল করার আগে মহম্মদ সিরাজের দিকে এগিয়ে যেতে দেখা যায় জাডেজাকে। তারপর সিরাজের হাত থেকে কিছু একটা নিয়ে আঙুলে ঘষতে দেখা যায় ভারতের তারকা বোলারকে।
ভন, পেনের মন্তব্য
এই নিয়েই যত বিতর্ক। যদিও জাডেজাকে কখনই ওই ক্রিম বলে ঘষতে দেখা যায়নি, তাও অজি মিডিয়ার দাবি জাডেজা নাকি বল বিকৃত করার চেষ্টা করছিলেন এবং সেই কারণেই ওই ক্রিম জাতীয় দ্রব্য তিনি আঙুলে ঘষেন। এক অস্ট্রেলীয় ভিডিওটি ট্যুইট করে টিম পেনকে ট্যাগ করেন। পেন উত্তরে লেখেন, 'ইন্টারেস্টিং'। অপরদিকে, ইংল্যান্ড প্রাক্তনী মাইকেল ভন সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'ও নিজের আঙুলে কী লাগাচ্ছে? এমন কিছু তো আমি এর আগে কোনওদিনও দেখেনি।'
রেফারির ডাক
প্রাক্তনীদের এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই গোটা ঘটনাটি নিয়ে আরও জলঘোলা শুরু হয়। তবে জাডেজার ব্যবহৃত এই ক্রিম নিয়ে ম্যাচ রেফারিকে বিস্তারিত তথ্য জানানো হয়েছে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের তরফে। ভারতীয় দল রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে জানায় যে জাডেজা হাতের ব্যাথা নিরাময় করার জন্যই তিনি ওই ক্রিমের ব্যবহার করেছিলেন। খবর অনুযায়ী, প্রথম দিনের খেলা শেষে পাইক্রফ্ট দ্রুতই ভারতীয় দলের ম্যানেজারকে ডেকে এই ঘটনার ভিডিওটি দেখান। ম্যাচ রেফারি কেবল ভারতীয় দলের থেকে ঘটনার বিষয়টি জানাতে চেয়েছিলেন। জাডেজাকে কোনওরকম শাস্তি দেওয়া হয়নি।
কড়া অনুশীলন
দিনের খেলা শেষ হওয়ার পর ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে জাডেজা বলছিলেন, 'যেভাবে বল করছিলাম, তাতে আমি খুব খুশি। বোলিং উপভোগ করছিলাম। পাঁচ মাস পরে জাতীয় দলে খেলছি। তাও টেস্ট ক্রিকেটে। কঠিন ছিল। তবে আমি তৈরি ছিলাম। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস নিয়ে খুব পরিশ্রম করেছি। অনেকদিন পর একটা প্রথম শ্রেণির ম্যাচ (রঞ্জি ট্রফির) খেলেছিলাম। আর সেই ম্যাচে ৪২ ওভার বল করেছিলাম। টেস্ট ম্যাচ খেলার আগে আমাকে ভীষণ আত্মবিশ্বাস জুগিয়েছিল সেটা।'
আরও পড়ুন: দুরন্ত ছন্দে দেখানো রোহিতের সামনে ম্যাচে ভারতের দাপট অব্যাহত রাখার সুযোগ