নিউ ইয়র্ক: মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, জামাইকার মাটিতে ভারতীয় ক্রিকেটের বর্ণময় ইতিহাসে আরও এক সুবর্ণ অধ্যায় যোগ হয়েছে। রোহিত শর্মার (Rohit Sharma) তত্ত্বাবধানে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। সেই বিশ্বজয়ের সফর শুরু হয়েছিল যে দেশে, সেই যুক্তরাষ্ট্রেই আবারও ফিরলেন রোহিত।


ভারতীয় বিশের বিশ্বকাপের গ্রুপ পর্বের চারটি ম্যাচই খেলেছিল যুক্তরাষ্ট্রে। সেই দলের নেতৃত্বে ছিলেন রোহিত স্বয়ং। ১১ বছরের খরা কাটিয়ে অবশেষে বিশ্বজয় সম্পূর্ণ হয়েছে। তার মাসপূর্তির আগেই ফের যুক্তরাষ্ট্রে রোহিত। তবে এবারে যুক্তরাষ্ট্রে যাওয়ার কারণ ভিন্ন। তিনি খেলতে নয় বরং পরিবারের সঙ্গে ছুটি কাটাতেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় রোহিত নিজের ছুটি কাটানোর ছবিও পোস্ট করেছেন। তাঁর সঙ্গে মেয়ে এবং স্ত্রী রীতিকাও যুক্তরাষ্ট্রে রয়েছেন। 


 







কবে ছুটি কাটিয়ে আবার জাতীয় দলের জার্সিতে দেখা যাবে রোহিতকে? উত্তর সম্ভবত সামনের মাসের শুরুতেই। ২ অগাস্ট থেকে ভারত ও শ্রীলঙ্কার ওয়ান ডে সিরিজ় শুরু হতে চলেছে। রোহিত বিশ্বজয়ের পরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন। তাই দুই পড়শি দেশের বিশ ওভারের ম্যাচগুলিতে তাঁর খেলার কোনও প্রশ্ন নেই। তবে তিনি ওয়ান ডে সিরিজ়ের জন্য দলে ফিরতে পারেন বলেই খবর।


প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল বিসিসিআই দ্বীপরাষ্ট্রের সফরের জন্য রোহিত এবং বিরাট কোহলি, দুই মহাতারকাকেই ছুটি দিয়েছিল। তবে নতুন রিপোর্ট অনুযায়ী রোহিত নাকি ভারতীয় বোর্ডের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন এবং তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় খেলার জন্য রাজিও হয়েছেন। অবশ্য কোহলি এখনও কিছু জানাননি বলেই খবর।


রোহিত খেললে তিনিই শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতকে ওয়ান ডেতে নেতৃত্ব দেবেন। তবে টি-টোয়েন্টি সিরিজ়ে টিম ইন্ডিয়ার নেতৃত্ব উঠবে কার হাতে? আলোচনা চলছে দুটি নাম নিয়ে। হার্দিক পাণ্ড্য ও সূর্যকুমার যাদব। খবর অনুযায়ী টি-টোয়েন্টি ফর্ম্যাটে নেতা কে হবেন সেই বিষয়ে রোহিতের ভোট সূর্যকুমার যাদবের দিকে। সেই কারণে তিনিই নাকি দৌড়ে আপাতত এগিয়ে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'মাঠে যা করি সবটাই তোমার প্রতি শ্রদ্ধাঞ্জলি', মায়ের স্মরণে বিশেষ পোস্ট জাডেজার, আঁকলেন ছবি