মুম্বই: ১১ বছরের খরা কাটিয়ে বিশ্বজয়। বিরাট সাফল্যের পর বেশ কিছুদিন ছুটি কাটাতে দেশের বাইরেই ছিলেন রোহিত (Rohit Sharma)। তবে দেশে ফিরতেই পড়লেন চরম বিপাকে। ঘটনাটা ঠিক কী?


রোহিত সম্প্রতি বেশ কিছুদিন বিদেশে ছুটি কাটাচ্ছিলেন। তাঁর সঙ্গী হিসাবে তাঁর স্ত্রী রীতিকা ও কন্যা সামাইরাও তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়েছিলেন। ভারতীয় দলের ডিউটি থেকে কয়েকদিন বিশ্রামই দেওয়া হয়েছিল তাঁকে। যুক্তরাষ্ট্রের পর ছুটি কাটানোর মাঝে লন্ডনে উইম্বলডনেও দেখা গিয়েছিল তাঁকে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলি বেশ ভাইরালও হয়েছে। তবে সেই লম্বা ছুটি শেষ হয়েছে। বৃহস্পতিবার, ২৫ জুলাইই সপরিবারে দেশে ফিরেছেন রোহিত। আর দেশে ফিরে বিমানবন্দরেই সমর্থকদের ঠেলায় নাজেহাল তিনি।


রোহিতকে দেখা মাত্রই মুম্বই বিমানবন্দরে হুড়োহুড়ি পড়ে যায়। সেলফি তোলার রীতিমতো বায়না জুড়ে দেন একগুচ্ছ সমর্থক। পরিস্থিতি রীতিমতো ঠেলাঠেলির পর্যায়ে পৌঁছে যায়। নিজের গাড়ির দরজা খুলে উঠতে গিয়েই চাপে পড়তে হচ্ছিল রোহিতকে। কোনওক্রমে তিনি সেই পরিস্থিতি থেকে বের হন। নীল রঙের দৃষ্টিনন্দন গাড়ি নিজেই চালিয়ে বিমানবন্দর থেকে বের হতে দেখা যায় রোহিতকে।


 






 


প্রসঙ্গত, ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ়। বিশ্বকাপ জয়ের পরেই রোহিত টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করে দিয়েছিলেন। তাই এই সিরিজ়ে তিনি নেই। প্রাথমিকভাবে তাঁকে ওয়ান ডে সিরিজ়ে বিশ্রাম দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে পরবর্তীতে তাঁর সঙ্গে কথাবার্তা বললে তিনি সিরিজ় খেলার সম্মতি দেন। পরের মাসে শুরু হবে সেই সিরিজ়। সেইজন্যই আগেভাগে দেশে ফিরলেন ভারতের তারকা অধিনায়ক। দ্বীপরাষ্ট্রে রোহিতের ব্যাটিং দেখতে যে ভারতীয় সমর্থকরা মুখিয়ে থাকবেন, তা বলাই বাহুল্য।


শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘোষিত ওয়ান ডে দল: 


রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, রিয়ান পরাগ, অক্ষর পটেল, খলিল আমেদ ও হর্ষিত রানা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: জোরকদমে চলছে প্রত্যাবর্তনের প্রস্তুতি, কড়া জিম সেশনে ঘাম ঝরালেন শামি