লাহৌর: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) তিনি ছিলেন ভারতীয় দলের সহ অধিনায়ক। রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ভারত। ডেপুটি হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) নিয়ে উৎসব সেরেছিলেন রোহিত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি জয়ের পর হার্দিককে মাঠেই রোহিতের চুম্বন খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
তবে রোহিত আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরের পর টি-২০ দলের নেতৃত্ব পাননি হার্দিক। অনেককে অবাক করে দিয়ে অধিনায়ক করা হয়েছিল সূর্যকুমার যাদবকে। শনিবার, ২৭ জুলাই নতুন দায়িত্বে অভিষেক হবে সূর্যকুমারের। সেদিনই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ ভারতের। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপেও সূর্যকেই অধিনায়ক হিসাবে তুলে ধরতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। হার্দিক খেলবেন সাধারণ ক্রিকেটার হিসাবে।
যা নিয়ে এবার ভারতীয় বোর্ড ও নির্বাচকদের বিরুদ্ধে তোপ দাগলেন পড়শি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ।
হার্দিককে টি-২০ দলের দায়িত্ব কেন দেওয়া হয়নি, তা নিয়ে শ্রীলঙ্কা সফরের আগে ভারতের নবনিযুক্ত কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকর একযোগে জানিয়েছিলেন যে, ফিটনেস বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাঁরা এমন কাউকে চেয়েছিলেন যিনি ফিট এবং সব ম্যাচে খেলতে পারবেন। প্রকারান্তরে তাঁরা যেন হার্দিকের ফিটনেস নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।
যা নিয়ে তোপ দাগলেন রশিদ লতিফ। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের দাবি, হার্দিক যদি ফিট না হন, তাহলে যেন তাঁকে আনফিট ঘোষণা করে হাতে সার্টিফিকেট ধরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। লতিফ বলেছেন, 'তাহলে ওর হাতে একটা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হোক যে ও ফিট নয় এবং ওর ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। এরকম অনেক ক্রিকেটার রয়েছে যারা সুপারফিট নয়। তারপরেও দারুণ অধিনায়ক হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। আমার মতে এটা শুধু একটা অজুহাত। কারণ, সূর্য না থাকলে ঋষভ পন্থকে অধিনায়ক করা হতো, কারণ ভবিষ্যতের দিকেই তাকানো উচিত।'
হার্দিকের হাত থেকে দলের সহ অধিনায়কত্ব কেড়ে সেটাও যেভাবে শুভমন গিলের হাতে তুলে দেওয়া হয়েছে, তা দেখেও অবাক রশিদ লতিফ।
আরও পড়ুন: মরক্কোর বিরুদ্ধে ২ ঘণ্টা পরে গোল বাতিল! ফিফায় নালিশ করল আর্জেন্তিনা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।