মুম্বই: ওয়ান ডে ফর্ম্য়াটে এই মুহূর্তে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন রোহিত শর্মা। ৩৮ পেরিয়ে ওয়ান ডে ফর্ম্য়াটে ব্যাটারদের সিংহাসন দখল করেছিলেন প্রথমবার। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ান ডে ফর্ম্যাটে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন হিটম্য়ান। চলতি বছরে ১৪টি ওয়ান ডে ম্য়াচ খেলে দুটো শতরান ও চারটি অর্ধশতরানও হাঁকিয়ে ফেলেছেন। মোট ৬৫০ রান ঝুলিতে পুরেছেন।
চলতি মাসেই বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের জার্সিতে খেলতে দেখা যাবে রোহিতকে। তার আগে গুরুগ্রামে এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর তাঁর কাছে উড়ে এসেছিল অবসর প্রসঙ্গে প্রশ্ন। ২০২৭ বিশ্বকাপকে পাখির চোখ করা রোহিত কবে আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকি বিদায় জানাচ্ছেন? রোহিত বলছেন, ''আমার কেরিয়ারটা একটু দেরিতে শুরু করেছিলাম। কিন্তু যখন আমি উড়ানে পাড়ি দিয়েছিলাম, তখন সেই উড়ান অনেক উঁচুতে পাড়ি দিয়েছে। উড়ান এত তাড়াতাড়ি নীচে নেমে যাক আমি তা চাইব না। এখনও আরও উপরে থাকতে চাই আমি। আরও উড়তে চাই আমি।''
মজার ছলে দেওয়া উদাহরণ প্রসঙ্গে হিটম্য়ান আরও জানান, ''আমি উড়ানের উদাহরণ দিলাম কারণ সবাই এখানে উড়ানে কমবেশি চড়েছেন। এই পরিস্থিতিতে একটা উড়ান যখন ৩৫ হাজার থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় পাড়ি দেয়, তখন আপনিও নিশ্চিত হন। কেরিয়ারও ঠিক তেমনই। যখন উচ্চতায় পৌঁছায়, তখন নিশ্চিতভাবেই চাইবেন যে সেখানেই যেন বেশি সময় ধরে থাকা যায়। অবশ্য়ই উড়ান ল্যান্ড হওয়াটাও প্রয়োজ। তবে সেটি তখনই, যখন নিজে চাইবেন।''
সেই অনুষ্ঠানে এসেই রোহিত জানিয়েছিলেন যে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের পরই ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন তিনি। সেই ম্য়াচে প্রথমে ব্য়াটিং করতে নেমে ২৪০ রান বোর্ডে তুলেছিল ভারত। অস্ট্রেলিয়া রান তাড়া করতে নামার পর দ্রুত তাদের দুটো উইকেটও ফেলে দিতে পেরেছিলেন ভারতীয় বোলাররা। কিন্তু ট্রাভিস হেডের শতরান ও মার্নাস লাবুশেনের অর্ধশতরান ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। মাস্টার্স ইউনিয়ন কনভোকেশনে এসে রোহিত বলছেন, ''আমার একমাত্র লক্ষ্য ছিল বিশ্বকাপ জেতা। তা টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা ৫০ ওভারের ফর্ম্য়াটে হোক। তা না হওয়ায় বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। শরীরে আর কোনও শক্তি বেঁচে ছিল না। টানা দুটো মাস লেগেছিল ধাক্কা থেকে ফিরে আসতে।''
উল্লেখ্য, ২০২৪ সালে রোহিতের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। চলতি বছরে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে টিম ইন্ডিয়া।