মুম্বই: চ্যাম্পিয়ন্স ট্রফির পরই আইপিএলের দামামা বেজে গিয়েছে। সব ফ্র্যাঞ্চাইজি গুলোই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আপাতত দু মাস পুরো আইপিএল চলবে। এরপর ফের ভারতীয় ক্রিকেট দলের লম্বা সূচি। ২০২৬ সালে আগামী বছর ভারতের মাটিতেই আয়োজিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শ্রীলঙ্কাও যুগ্মভাবে ভারতের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। এছাড়াও বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের নতুন মরশুমের প্রথম সিরিজেই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া।

আইপিএলের পরই ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ এটি ভারতের। ২০২৩-২০২৫ টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে পারেনি টিম ইন্ডিয়া। যার জন্য নতুন করে লড়াই শুরু করতে চলেছে তারা। ইংল্য়ান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতার জন্যও মুখিয়ে থাকব ভারতীয় দল। আগামী ২১ জুন থেকে ৪ আগস্ট পর্যন্ত পাঁচটি টেস্ট ম্য়াচ ইংল্যান্ডের মাটিতে খেলবে ভারতীয় দল।

এরপরই বাংলাদেশের মাটিতে সীমিত ওভারের ফর্ম্য়াটে সিরিজ খেলবে ভারতীয় দল। সেখানে তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলবে ভারতীয় দল। চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলা হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। যদিও আয়োজক দেশের নাম এখনও ঘোষণা করা হয়নি। এরপর অক্টোবপে ওয়েস্ট ইন্ডিজ ভারতের মাটিতে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে আসবে। নভেম্বরে অস্ট্রেলিয়ায় উড়ে যাবে ভারত ৩টি ওয়ান ডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলতে। বছরের শেষে নভেম্বরে দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে ২টো টেস্ট, ৩টি ওয়ান ডে ও ৫টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলতে নামবে ভারত। পরের বছর জানুয়ারি মাসে নিউজিল্য়ান্ড সফর ভারতের। ৩ট ওয়ান ডে ও পাঁচটি টি-টোয়েন্টি।

শ্রেয়সের বোমা

কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। কিন্তু দল সেই সম্মান দেয়নি। কেকেআরের সেই উপেক্ষার এতদিন পর নীরবতা ভাঙলেন শ্রেয়স । ফাটালেন বোমা । কেকেআর ছাড়ার পর শ্রেয়স এই প্রথমবার মুখ খুললেন । কোনও লুকোচুরি না করেই সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের তারকা বলে দিলেন, 'আমার মনে হয়, আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর আমার যে স্বীকৃতি পাওয়া উচিত ছিল, সেটা পাইনি । নিজের কাজটা সৎভাবে করার পরেও কেউ গুরুত্ব বা দিলে খারাপ তো লাগেই।'

গতবারের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়সকে এবার রিটেনশনের তালিকাতেই রাখেনি কেকেআর । শোনা গিয়েছিল, শ্রেয়স কেকেআরে থাকার জন্য যে অঙ্কের চুক্তি করার কথা বলেছিলেন, তাতে রাজি হয়নি নাইট রাইডার্স কর্তৃপক্ষ । সেই কারণেই বিচ্ছেদ । যদিও আনুষ্ঠানিকভাবে কোনও পক্ষই এ নিয়ে সরাসরি কিছু বলেনি ।