মুম্বই: বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার কে? প্রশ্নটা করা হলে সিংহভাগ মানুষই হয়তো তাঁর নাম নেবেন। তিনি কে? তিনি যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা ক্রিকেটার। আসন্ন অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ়ে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের পর তাই বাকি দলের থেকে আলাদা তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময়ই বিমানবন্দরে মেজাজ হারালেন যশপ্রীত বুমরা। ঠিক কী হয়েছিল?

Continues below advertisement

বুধবার, ১৫ অক্টোবর বিমানবন্দরে নামার পরেই পাপারাৎজ়ির ওপর মেজাজ হারালেন বুমরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়েছে। বুমরা বিমানবন্দরের বাইরে বেরোতেই তাঁকে পাপারাৎজ়িরা ছেঁকে ধরেন। পাপারাৎজ়ির উদ্দেশে বুমরাকে বিরক্ত হয়ে বলতে শোনা যায়, 'আমি তো আপনাদের ডাকিনি। আপনারা অন্য কারুর জন্য এসেছেন। সে আসছে।' জবাবে পাপারাৎজ়ির বলেন, 'বুমরা ভাই, আপনাকে আমরা দীপাবলির বোনাস হিসাবে পেয়েছি।' তবে তাতে বুমরার ক্ষোভ কমেনি। তিনি প্রত্যুত্তরে জানান, 'আরে ভাই, আমাকে আমার গাড়ির কাছে যেতে দিন।'  

 

Continues below advertisement

বুমরা ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভারতীয় দলের অঙ্গ ছিলেন। তিনি দলের জয়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে দুই ম্য়াচে সাতটি উইকেট নিয়েছিলেন বুমরা। তবে অজ়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে দলে না থাকায় তিনি নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্ট ম্যাচের পরেই তিনি মুম্বইয়ে ফেরেন। অবশ্য ওয়ান ডে সিরিজ়ে বিশ্রাম দেওয়া হলেও, বুমরা টি-টোয়েন্টি সিরিজ়ের রয়েছেন। ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত এই টি-টোয়েন্টি সিরিজ় আয়োজিত হবে। সেই সিরিজ়ের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

হার্দিকের রিহ্যাব

এশিয়া কাপে ছন্দে ছিলেন। কিন্তু ফাইনালের আগে আচমকাই চোট পেয়ে বসেন। এর ফলে শেষ পর্যন্ত টুর্নামেন্টের ফাইনালে খেলতে পারেননি তিনি। সূত্রের খবর, ফিটনেস ফিরে পেতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে যোগ দিতে চলেছেন বঢোদরার অলরাউন্ডার। সেখানেই রিহ্যাব সারবেন হার্দিক পাণ্ড্যএশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সময়ই চোট পেয়েছিলেন। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে খেলতে নামতে পারেননি হার্দিক। অজ়ি সফরেও তিনি দলে নেই। তবে এবার ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যে কাজ শুরু করে দিলেন ভারতের তারকা অলরাউন্ডার।