কেপ টাউন: সদ্যই ভারতের দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়েছে। ধীরে ধীরে রোহিত শর্মা, বিরাট কোহলিরা দেশেও ফিরেছেন। তবে কেএল রাহুল (KL Rahul), শার্দুল ঠাকুর (Shardul Thakur) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), ভারতীয় দলের (Indian Cricket Team) তিন তারকা এখনও দেশে ফেরেননি। তাঁরা রামধনুর দেশেই ছুটি কাটাতে ব্যস্ত।
দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের পর ভারতীয় দলের তারকাদের অবশ্য খুব বেশি সময় ছুটি কাটানোর জো নেই। ১১ জানুয়ারি থেকেই আবার আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নেমে পড়বে ভারতীয় দল। সেই সিরিজ়ের জন্য ইতিমধ্যেই ভারতীয় দলের ঘোষণাও হয়ে গিয়েছে। তবে উল্লেখিত ত্রয়ীর কেউই সেই দলে নেই। তাই সুযোগ পেয়ে তাঁরা রামধনুর দেশেই আপাতত ছুটি কাটাচ্ছেন। কেএল রাহুল সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় কেপ অফ গুড হোপে দুই ভারতীয় সতীর্থর সঙ্গে ছুটি কাটানোর ছবি পোস্ট করেন।
প্রসঙ্গত, আসন্ন আফগানিস্তান সিরিজ়ের মাধ্যমেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। বিশ্বকাপ সেমিফাইনালে হারের পর থেকে রোহিত শর্মা এই সিরিজ়ের আগে অবধি ভারতের হয়ে একটিও বিশ ওভারের ম্যাচ খেলেননি। গত বছর ৫০ ওভারের বিশ্বকাপ থাকায় সেই ফর্ম্যাটেই বেশি জোর দিয়েছিলেন রোহিত। তাঁর অনুপস্থিতিতে হার্দিক পাণ্ড্যই সিংহভাগ সিরিজ়ে ভারতীয় দলকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে নেতৃত্ব দিয়েছেন। তবে হার্দিকের চোট। বিশ্বকাপে গত বছর বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ার পর থেকে এখনও মাঠে ফিরতে পারেননি তিনি।
হার্দিকের অনুপস্থিতিতে সম্প্রতি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। দুই তারকাই আপাতত চোটের কবলে। দুইজনের কেউই আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না। এটাই আবার বিশ্বকাপের দল বাছাইয়ের আগে ভারতের শেষ আন্তর্জাতিক সিরিজ়। রোহিত যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান, তার আভাস দিয়েই রেখেছিলেন। তাই তিনি এই সিরিজ়ে ফিরতে পারেন বলেই মনে করা হচ্ছিল।
হলও তাই। অবশেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন 'হিটম্যান'। কোহলিও ফিরছেন এই সিরিজ়ের মাধ্যমেই। তবে রুতুরাজের আঙুলের চোটের কারণে খেলতে পারবেন না। পাশাপাশি মহম্মদ শামি, সিরাজ বা যশপ্রীত বুমরা, ভারতীয় সিনিয়র ফাস্ট বোলাররা কেউই এই সিরিজ়ে নেই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: রিকি ভুঁইয়ের দুরন্ত সেঞ্চুরিতে ভর করে অন্ধ্রপ্রদেশের প্রত্যাবর্তন, চাপে বাংলা