মুম্বই: নতুন বছরে শুরুতেই ভারতীয় ক্রিকেট দল তাঁদের ক্রিকেট সফর শুরু করতে চলেছে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হতে চলা ওয়ান ডে সিরিজ দিয়ে। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ খেলবে দুই দল। ওয়ান ডে সিরিজের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজে জয়ের পর নতুন বছরে কিউয়িদের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত। তবে ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হতে পারে? 

Continues below advertisement

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী আগামী ৩ বা ৪ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য় ভারতীয় দল ঘোষণা করা হতে পারে। স্কোয়াডে শুভমন গিল ও শ্রেয়স আইয়ারের অন্তর্ভূক্তি আদৌ হবে কি না, তা হয়ত সময়ই বলবে। তবে চোট সারিয়ে নেটে অনুশীলন সারছেন গিল। সেক্ষেত্রে অধিনায়ক হিসেবে তাঁকেই দেখতে পাওয়া যাবে হয়ত কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও। কিন্তু শ্রেয়সের ফিটনেস ইস্যু রয়েছে এখনও।

Continues below advertisement

২০২৫ সালে টেস্টে এই বছরের শুরুটা হার দিয়ে হয়েছিল, সিডনিতে খেলা সেই ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে ৬ উইকেটে হারিয়ে ম্যাচ জেতে। এরপর টেস্টে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব শুভমন গিলকে দেওয়া হয়, তাঁর সঙ্গে গৌতম গম্ভীরের প্রথম সফর ছিল ইংল্যান্ডের। এই সিরিজটি ভাল ছিল, গিলের ব্যাটও চলে এবং ভারত সিরিজ ২-২ ব্যবধানে ড্র করতে সক্ষম হয়। এই সফরে ভারত বার্মিংহাম এবং ওভালে জয়লাভ করে। টেস্টে বছরের শেষটা খারাপ হয়। দক্ষিণ আফ্রিকা ভারতকে ভারতের ঘরের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজে পরাজিত করে। এই সিরিজের প্রথম টেস্টে তো ভারতের জয়ের জন্য মাত্র ১২৪ রানের লক্ষ্য ছিল। কিন্তু দল ৯৩ রানে অল আউট হয়ে যায়

গৌতম গম্ভীরের কোচিংয়ে টিম ইন্ডিয়ার জন্য ওয়ান ডে ফর্ম্য়াটে এই বছর ওয়ান ডে-তে স্মরণীয় ছিল। দল রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতেছিল। বছরের শুরুটা ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া সিরিজ দিয়ে হয়েছিল, যা টিম ইন্ডিয়া ৩-০ ব্যবধানে জিতেছিল। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত সব ম্যাচ জিতেছিল। ভারত প্রথম হারে অস্ট্রেলিয়ার কাছে, যখন পারথে ভারত ৭ উইকেটে পরাস্ত হয়

টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এশিয়া কাপ জিতেছিল ভারতীয় দল। বছরের শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া।