মুম্বই: ভারতীয় দলের (Indian Cricket Team) খারাপ ফর্ম কাটিয়ে উঠতে বদ্ধপরিকর টিম ম্যানেজমেন্ট। দলের তারকা-সংস্কৃতি বন্ধ করার বিষয়ে কোচ গৌতম গম্ভীর তৎপর বলেই শোনা গিয়েছিল। দলে শৃঙ্খলা ফেরাতে না না পদক্ষেপও নেওয়া হবে, এমন খবর ছিলই। সেই মতোই বিসিসিআইয়ের তরফে বৃহস্পতিবার, ১৬ জানুয়ারিই খেলোয়াড়দের না না নিয়মাবলী পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর।
কিন্তু এই নিয়মগুলি না মানলে কী হবে? সেই বিষয়েও বিরাট কড়াকড়ি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। বোর্ড দশ দশটি কড়া নিয়মাবলী নির্ধারণ করেছে। সেই নিয়ম না মানলে ক্রিকেটারদের বিসিসিআইয়ের আয়োজিত সমস্ত ধরনের টুর্নামেন্টে খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এর মধ্যে কিন্তু আইপিএলও আছে।
রিপোর্টের মধ্যে নাকি লেখা রয়েছে, 'কোনও ক্রিকেটার নিয়ম না মানলে বিসিসিআইয়ের তরফে তাঁকে শাস্তি দেওয়ার সম্পূর্ণ ক্ষমতা রয়েছে। যার মধ্যে রয়েছে আইপিএলসহ বিসিসিআইয়ের আয়োজিত সব ধরেনর টুর্নামেন্ট থেকে নির্বাসন। এছাড়া খেলোয়াড়দের বিসিসিআইয়ের চুক্তি এবং ম্যাচের বেতন কাটাও যেতে পারে।'
বোর্ড যা যা সিদ্ধান্ত নিয়েছে বলে খবর, তাতে গত সপ্তাহের বৈঠকে গৌতম গম্ভীরের বিভিন্ন দাবি দাওয়া এবং পরামর্শকে মান্যতা দেওয়া হয়েছে বলেই মনে হচ্ছে। পরপর ব্যর্থতার পর গত সপ্তাহে বোর্ড বৈঠকে বসেছিল। সেই বৈঠকে ভারতীয় টেস্ট এবং ওয়ান ডে দলের অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir), নির্বাচকপ্রধান অজিত আগরকর ও বিসিসিআই (BCCI) সচিব দেবজিৎ সাইকিয়া উপস্থিত ছিলেন বলে খবর। এই বৈঠকেই নেওয়া না না সিদ্ধান্ত দলের ওপর লাগু হতে চলেছে বলে খবর।
এছাড়া যা শোনা যাচ্ছে ভারতীয় দলের সাপোর্ট স্টাফে শীঘ্রই নতুন সদস্যও যুক্ত হতে চলেছেন। রিপোর্ট অনুযায়ী ভারতীয় দল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সীতাংশু কোটাককে দলের ব্যাটিং কোচ করার চিন্তাভাবনা করছে। ঘরোয়া ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ সীতাংশু বর্তমানে ভারতীয় 'এ' দলের কোচ। এবার তাঁকে সিনিয়র দলেক প্রশিক্ষণ দিতে দেখা যেতে পারেন, অন্তত এমনটাই দাবি রিপোর্টের।
সৌরাষ্ট্রের প্রাক্তন ক্রিকেটারের নিয়োগ প্রসঙ্গে এক সূত্র জানান, 'হ্যাঁ, ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসাবে কোটাকের নাম নিয়ে আলোচনা করা হচ্ছে। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ওকে দলের সঙ্গে যুক্ত করার বিষয়ে আলোচনা করা হচ্ছে। বিসিসিআই খুব দ্রুতই এই সংক্রান্ত সরকারি ঘোষণা করবে। আমাদের সিনিয়ররাসহ সিংহভাগ ব্যাটারই তো গত দুই সিরিজ়ে তেমন পারফর্ম করতে পারেননি। ব্যাটিংয়ের এই বিষয়টা দেখলে তো ভারতীয় দলের সাপোর্ট স্টাফকে যে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা রয়েছে, তা বোঝাই যাচ্ছে।'
আরও পড়ুন: রোহিত-কোহলিদের বর্তমান সাজঘরের সঙ্গে গ্রেগ চ্যাপেল জমানার মিল খুঁজে পাচ্ছেন হরভজন সিংহ