অ্য়াডিলেড: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খোয়াতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। প্রথম ম্য়াচে পারথে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্য়াচেও ২ উইকেটে ম্য়াচ জিতে নিয়েছে অজি বাহিনী। তিন ম্য়াচের সিরিজে এই মুহূর্তে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ব্যাগি গ্রিনরা। ওয়ান ডে ফর্ম্য়াটে নেতৃত্বভার পাওয়ার পর প্রথম সিরিজেই হারতে হল শুভমনকে। তবে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচের একটি ভিডিও ক্লিপ সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মাঠে ক্যাপ্টেন গিল উপস্থিত থাকলেও বোলারদের সঙ্গে কথা বলছেন রোহিত শর্মা। তাহলে কি অঘোষিত ক্যাপ্টেন এখনও রোহিতই। 

Continues below advertisement

আসলে যে মুহূর্তের ক্লিপটি দেখা যায় অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের ৩৩ তম ওভারে। সেই সময় রোহিতকে দেখা যায় ওয়াশিংটন সুন্দরের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত। সেই সময় গিল কাছেও ছিলেন না। রোহিত ছাড়া সেই স্থানে তখন দেখা যায় বল হাতে বিরাট কোহলিকেও। উইকেটের পেছনে স্লিপ কর্ডন থেকে শুভমন গিল বরং ফিল্ডিং সেট করছিলে। এই ক্লিপ ভাইরাল হয় সোশ্য়াল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই। রোহিতকে বেশ উত্তেজিত মনে হয় কোনও একটি ইস্যু নিয়ে। সুন্দরকেও দেখা যায় মন দিয়ে কথা শুনছেন রোহিতের।

রোহিত প্রথম ম্য়াচে ব্যাট হাতে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্য়াচেই জ্বলে উঠছেন। অর্ধশতরানের ইনিংসও খেলেন হিটম্য়ান। শুরুতে একটু ধীরগতিতে খেললেও ধীরে ধীরে হাত খোলেন। শেষ পর্যন্ত ৯৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে প্যাভিলিয়ন ফেরেন প্রাক্তন ভারত অধিনায়ক। নিজের ইনিংসে সাতটি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান রোহিত। যদিও ম্য়াচ জিততে পারেনি ভারত। তাই রোহিতের এই ইনিংসটি কোনও কাজে আসেনি।

Continues below advertisement

 

রোহিত-গিলক্রিস্ট সাক্ষা

অ্য়াডিলেডে দেখা হয়ে গেল রোহিত শর্মা ও অ্য়াডাম গিলক্রিস্টের। নিজের সোশ্যাল মিডিয়ায় রোহিতের সঙ্গে সেলফি পোস্ট করে ক্যাপশনে গিলক্রিস্ট লেখেন, 'এই ছেলেটা আমায় মনে করিয়ে দিল এই অ্যাডিলেড ওভালেই ২০০৮ সালে আমাদের প্রথমবার দেখা হয়েছিল। তার ঠিক আগে আগেই প্রথম আইপিএল আমাদের দুইজনকেই ডেকান চার্জার্স দলে কিনেছিল। সেখান থেকে বন্ধুত্বের শুরু। একজন বয়স্ক সেই সময় আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছে এবং অপরজন তরুণ তখন সদ্য সদ্য ভারতের হয়ে উঠতে শুরু করে, পরবর্তীতে ভারতের সেরা ক্রিকেটারদের একজন হয়ে উঠে। রোহিত শর্মা তোমার বিরুদ্ধে এবং তোমার সঙ্গে খেলাটা, তোমায় ব্রডকাস্টার, ফ্যান এবং সর্বোপরি বন্ধু হিসাবে চেনাটা সৌভাগ্যের বিষয়।'