নাগপুর: টি-টোয়েন্টি সিরিজ অতীত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে ভারত ৪-১ ব্য়বধানে জয় ছিনিয়ে নিয়েছে। এবার সামনে ওয়ান ডে সিরিজ। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ ইংল্যান্ডর বিরুদ্ধে। তার আগে রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শুভমন গিলরা সবাই পৌঁছে গেলেন নাগপুরে। গত রবিবার ২ ফেব্রুয়ারি ছিল ভারত-ইংল্যান্ডের পঞ্চম টি-টোয়েন্টি। সেদিনই সন্ধেয় নাগপুরে পা রাখেন রোহিতরা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ভারতীয় দল খেলবে। সেই দলটিই ওয়ান ডে সিরিজের জন্যও রাখা হয়েছে। শুধু চ্য়াম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাকে রাখা হয়েছে। আর এই ওয়ান ডে সিরিজে বুমরার পরিবর্ত হিসেবে রাখা হয়েছে হর্ষিত রানাকে। শুভমন গিল ও ঋষভ পন্থও এদিন নাগপুরে পা রাখেন। প্রত্যেকেই বর্ডার গাওস্কর ট্রফির পর প্রথমবার আন্তজাতিক ক্রিকেট খেলতে নামবেন। তার আগে প্রত্য়েকেই রঞ্জি ট্রফিতে খেলেছেন। বিরাট কোহলি রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জিতে একটি মাত্র ইনিংসে ব্যাট করতে নেমেোছিলেন। মাত্র ৬ রান করে আউট হয়েছেন তিনি। এছাড়া রোহিত, পন্থ কেউই সেভাবে বড় ইনিংস খেলতে পারেননি। শুধু গিল একটি শতরান হাঁকিয়েছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ জয় চতুর্থ ম্যাচেি নিশ্চিত করে ফেলেছিল টিম ইন্ডিয়া। রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিল কার্যত নিয়মরক্ষার লড়াই। যদিও ইংরেজ ক্রিকেটপ্রেমীরা আশা করেছিলেন, শেষ ম্যাচ জিতে যদি কিছুটা হলেও সম্মান পুনরূদ্ধার করা যায়। সম্মান পুনরুদ্ধার তো দূর অস্ত, বরং ওয়াংখেড়ে স্টেডিয়ামে লজ্জায় ঢাকল ইংল্যান্ড ক্রিকেট। ভারতের ২৪৭/৯ স্কোর তাড়া করতে নেমে ইংল্যান্ড ১০.৩ ওভারে মাত্র ৯৭ রানে অল আউট হয়ে গেল। দেড়শো রানে ম্যাচ হারলেন জস বাটলাররা। যা রানের নিরিখে টি-২০ ক্রিকেটে অংল্যান্ডের বৃহত্তম পরাজয়। ৯৭ রানের মধ্যে ফিল সল্ট একাই করলেন ৫৫ রান। বাকিদের মধ্যে দুই অঙ্কের রান স্পর্শ করেছেন একমাত্র জেকব বেথেল। তিনি করেন ১০ রান। বাকি ব্য়াটারদের আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
ঝোড়াে শতরান হাঁকানো অভিষেককে ম্য়াচের সেরা বাছতে কোনও সমস্যা হয়নি। আর বরুণ চক্রবর্তীকে সিরিজ সেরা বেছে নেওয়া হয়। সূর্যকুমার যাদবের নেতৃত্বে আরও একটি টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারত। রোহিত, বিরাট পরবর্তী সময়ে এই ফর্ম্যাটে ভারতের অশ্বমেধের ঘোড়া ছুটছেই। তবে এবার লক্ষ্য ওয়ান ডে ,সিরিজ।