কুয়ালা লামপুর: পুরুষ দল রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জিতেছিল । ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে । টি-২০ ফর্ম্যাটে ভারতের সেই দাপটের রেশ বজায় থাকল মহিলাদের ক্রিকেটেও । মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল ভারত । ফাইনালে মেয়েরাও হারালেন সেই দক্ষিণ আফ্রিকাকেই । ৯ উইকেটে ম্যাচ জিতে বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত ।


মেয়েদের সেই জয় দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) । প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা করলেন ভারতীয় মহিলাদের। মোদির মতে, ভবিষ্যতে ক্রীড়াবিদদের উদ্বুদ্ধ করবে মহিলাদের এই পারফরম্যান্স ।


রবিবার নিজের এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদি লিখেছেন, 'আমি নারীশক্তির এই পারফরম্যান্স দেখে গর্বিতবোধ করছি। অনূর্ধ্ব ১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় দলকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দুর্দান্ত দলগত সংহতি এবং সাধনারই ফল এই জয়। ভবিষ্যতের ক্রীড়াবিদদের ভীষণ উদ্বুদ্ধ করবে এই জয়। ভবিষ্যৎের জন্য ক্রিকেটারদের অনেক শুভেচ্ছা রইল।'


আরও পড়ুন: ইংল্যান্ড ৯৭ অল আউট! অভিষেকের অলরাউন্ড শোয়ে রোশনাই ভারতীয় ক্রিকেটে


গোটা টুর্নামেন্ট জুড়েই কার্যত অপ্রতিরোধ্যই ছিল ভারতীয় দল। খেতাবি লড়াইয়ে সেই চেনা ছবিই ধরা পড়ল। দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করে আবারও অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ (U-19 T20 World Cup 2025) জিতে নিল ভারতীয় দল। শেফালি বর্মাদের মতো নিকি প্রসাদদের হাতে উঠছে খেতাব। ফাইনালে ব্যাট বলে অনবদ্য তৃষা গঙ্গাদি (Trisha Gongadi)।


 






গত বছর এক টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টেয়েন্টি বিশ্বকাপের খেতাব উঠেছিল রোহিত শর্মাদের হাতে। ভারতীয় পুরুষ দলের মতো একই সুযোগ ছিল ভারতের জুনিয়র মহিলা দলের। তৃষারা সেটা শুধু করতে সক্ষমই হলেন না, একেবারে দাপটের সঙ্গে করলেন। ৫০ বল ও নয় উইকেট হাতে রেখে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে বিশ্বজয় করলেন তৃষারা। 


আরও পড়ুন: রোহিতের পাড়ায় অন্য শর্মাজির ব্যাটে ধুন্ধুমার, অল্পের জন্য বাঁচল হিটম্যানের রেকর্ড